

এশিয়া কাপের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, দলটির নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শহীদি। নেই নাভিন উল হক, আজমতউল্লাহ ওমরজাই। তবে ফেরানো হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার করিম জানাতকে। আগামীকাল প্রথম ম্যাচের ভেন্যু পাকিস্তানে পৌঁছাবে আফগানিস্তান দল।
পাকিস্তান সিরিজের দলে থাকা ওয়াফাদার মোমান্দ কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন। তার সঙ্গে চোটের কারণে জায়গা হারালেন পেসার আজমতউল্লাহ ওমরজাই। নাভিন উল হক, ফরিদ আহমদ মালিক ও শহীদউল্লাহ কামালকে ডাকা হয়নি এশিয়া কাপ মিশনে।
তবে ফাস্ট বোলার মোহাম্মদ সালিম সাফি এশিয়া কাপের মতো ইভেন্টে আফগান দলে জায়গা ধরে রেখেছেন। ফেরানো হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার করিম জানাতকে।
৩০ আগস্ট মুলতানে পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। আফগানিস্তানের মিশন শুরু হবে ৩ সেপ্টেম্বর, বাংলাদেশের বিপক্ষে খেলবে লাহোরে। একই মাঠে ৫ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
এশিয়া কাপে আফগানিস্তান স্কোয়াড:
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবেদিন নাইব, রাশিদ খান, করিম জানাত, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজল হকফারুকী, আবদুল রহমান, মোহাম্মদ সালিম সাফি ও শারাফউদ্দিন আশরাফ।