

এশিয়া কাপ ২০২৩ এ অংশ নিতে আজ (২৭ আগস্ট) দেশ ছাড়ছে টাইগাররা। বেলা ১২ টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কাগামী বিমানে বসে সাকিব আল হাসানের দল। এর আগে সকালে বিমানবন্দরে পৌঁছে তাসকিন আহমেদ কথা বলেন গণমাধ্যমের সাথে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এবার তাসকিনদের এশিয়া কাপ অভিযান। দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।
এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই– এশিয়া কাপ। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে এশিয়ার বড় দলগুলোর উদ্দেশ্য চ্যাম্পিয়ন। নিজেদের সেরা শক্তি নিয়েই লক্ষ্য জয়ে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর পরদিন ৩১শে আগস্ট শ্রীলঙ্কার সঙ্গে ক্যান্ডিতে বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তাসকিন আহমেদ বলেন তাদের লক্ষ্যের কথা,
‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা ইনশাআল্লাহ্। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। এশিয়া কাপের ফাইনাল যদিখেলতে পারি… সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি এবং ভালো করতে পারি। চ্যাম্পিয়ন্স হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে।ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।‘
আগামী ৩০ তারিখ মুলতানে পাকিস্তান–নেপাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরুহচ্ছে শ্রীলঙ্কা দিয়ে। ম্যাচটি ৩১শে আগস্ট পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপের বাংলাদেশ দল–
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদীহাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাইমশেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।