এশিয়া কাপের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ

এশিয়া কাপের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ
Vinkmag ad

এশিয়া কাপ ২০২৩ এ অংশ নিতে আজ (২৭ আগস্ট) দেশ ছাড়ছে টাইগাররা। আজ ১২ টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কাগামী বিমানে উঠবে সাকিব আল হাসানরা। তবে দলের এক গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই বিমানে চড়তে হচ্ছে সাকিবদের। দলের সঙ্গে শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না লিটন দাসের। 

মূলত শারীরিক অসুস্থতার কারণে আজ দলের সঙ্গে যাওয়া হচ্ছে না লিটনের। জ্বরে ভুগছেন তিনি, তবে আশার কথা হল ডেঙ্গু টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন তিনি। তাই টিম ম্যানেজমেন্ট আশা করছে দ্রুত সুস্থ হলেই শ্রীলঙ্কার বিমান ধরবেন তিনি। তবে তেমনটি না হলে বিকল্প ভাবতে হবে। 

এর আগে ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন পেসার এবাদত হোসেন। তাঁর বিকল্প হিসাবে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিম হাসান সাকিব। 

দলের সঙ্গে শ্রীলঙ্কার বিমানে যাওয়া হচ্ছে না তাঁরও। বিমান টিকিট নিশ্চিত না হওয়ায় পরবর্তী ফ্লাইট ধরবেন তিনি। 

৩০ আগস্ট মুলতানে পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। বাংলাদেশের মিশন শুরু হবে ৩১ আগস্ট শ্রীলঙ্কার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ৩ সেপ্টেম্বরে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে খেলবে লাহোরে গিয়ে।

৯৭ প্রতিবেদক

Read Previous

ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে থেকে এশিয়া কাপে পাকিস্তান

Read Next

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে যা বললেন তাসকিন

Total
0
Share