

পাকিস্তান এশিয়া কাপ স্কোয়াডে একটি সংযোজন করেছে। বাঁ–হাতি ব্যাটার সৌদ শাকিলকে ১৭ সদস্যের দলে যোগ করা হয়েছে।ডানহাতি ব্যাটার তৈয়ব তাহির ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সাথে থাকবেন।
এশিয়া কাপের জন্য গত ৯ই আগস্ট পিসিবি ঘোষিত বাবর আজমের নেতৃত্বাধীন ১৭ সদস্যের দলে একমাত্র নতুন মুখ ছিল ইমার্জিংএশিয়া কাপ মাতানো তৈয়ব তাহির। আর আফগানিস্তান সিরিজের জন্য আলাদাভাবে রাখা হয় সৌদ শাকিলের নাম।
এবার সৌদ শাকিলকেই ডাকা হল এশিয়া কাপের মূল দলে। তৈয়ব তাহির দলের সাথে থাকবেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে পাঁচ ওয়ানডে খেলা শাকিল আজ ৯ রানের ইনিংসেই জায়গা করে নিয়েছেন এশিয়া কাপের দলে। রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেওয়ার আগে ২ বাউন্ডারি হাঁকান ৬ বলে। বাবর আজম রাশিদ খানের আগের বলে আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে। শুরুর বলেই বাউন্ডারি হাঁকিয়ে সৌদ শাকিলের আগমন। তার খেলা তৃতীয় বলে বাউন্ডারি হজম করেন মুজিব। আর তাতেই যে শাকিলের নাম লেখা হয়ে যায় পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে।
বাবর আজমের দল ২৭ আগস্ট রবিবার মুলতানে পৌঁছাবে এবং পরদিন বিশ্রাম নেবে। টিম ম্যানেজমেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিয়ে আসা খেলোয়াড়দেরও বিশ্রাম দিয়েছে। বাবর, ইমাম–উল–হক এবং নাসিম শাহ রবিবার লাহোর যাবেন এবং সোমবার সন্ধ্যায় দলের সাথে যোগ দেবেন।
পুরো দল ২৯ আগস্ট মঙ্গলবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বিকাল থেকে অনুশীলন করবে। এর আগে পাকিস্তান অধিনায়ক প্রি–এশিয়াকাপ মিডিয়া কনফারেন্স করবেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৩০ আগস্ট মুলতানে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান।
এশিয়া কাপের জন্য পাকিস্তান দল–
আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম–উল–হক, বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, সৌদশাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ–অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ এবং শাহীন শাহ আফ্রিদি।
ট্রাভেলিং রিজার্ভ– তৈয়ব তাহির