

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রধান রজার বিনি পাকিস্তান সফর করছেন খুব শীঘ্রই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর এক রাত্রিকালীন ভোজের আয়োজন, যা লাহোরে অনুষ্ঠিত হবে, সেখানে যোগ দিবেন এই বোর্ড প্রধান। যেখানে অন্যান্য বোর্ড প্রধানগণও যোগ দেওয়ার কথা রয়েছে। মূলত এশিয়া কাপের আয়োজন উপলক্ষ্যে সকল বোর্ড মিলে পাকিস্তানের পক্ষ থেকে এই আয়োজন রাখা হয়েছে। উল্লেখ্য যে, পাকিস্তান এবারের এশিয়া কাপের অন্যতম আয়োজক।
পাকিস্তান বোর্ডের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ, যিনি গত ১৫ আগস্ট ভারতীয় বোর্ডের শীর্ষস্থানীয়দের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। জানা গেছে যে, বিসিসিআই ছাড়াও অন্যান্য বোর্ডের শীর্ষ পদে থাকা ব্যক্তিগণও পিসিবি- এর এই আয়োজনে উপস্থিত থাকবেন। অবশ্যই যে দেশগুলো এশিয়া কাপে অংশ নিচ্ছে। সে হিসেবে বলা যেতে পারে, পাকিস্তান-ভারত; যে বৈরিতার সম্পর্ক প্রতীয়মান হয়, তা কিছুটা মৃদু হওয়ার সম্ভাবনা থাকবে আলোচনার মাধ্যমে। যদিও সেটা রাজনৈতিক, তবে তা খেলার বিষয়ে যেভাবে ঢুকে পড়ে, তা নিয়ে আলোচনা থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় বোর্ড প্রধান বিনি, সাথে ভাইস প্রেসিডেন্ট রাজীব শুকলা মিলে লাহোরে যাওয়ার কথা রয়েছে। এরমধ্যে শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তান ম্যাচ শেষ করেই এই ভোজে উপস্থিত হবেন তাঁরা। এরমধ্যে কিছুদিন আগে পাকিস্তান দলের বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে কিছু ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। কারণ এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ভারতে। তবে শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে সিদ্ধান্ত হয়, পাকিস্তান বিশ্বকাপে অংশ নিচ্ছে।
এর আগে এবারের এশিয়া কাপ পুরোটাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতের আপত্তির কারণে এই আয়োজন ‘হাইব্রিড’ মডেলে চলে যায়। ফলে শ্রীলঙ্কা ও পাকিস্তান উভয় দেশ মিলে এশিয়া কাপের আয়োজনে অংশ নিচ্ছে। তবে ৪ টি ম্যাচ বাদে পুরো আয়োজনই হচ্ছে শ্রীলঙ্কায়। সেই চার ম্যাচ শুধু হচ্ছে পাকিস্তানে। ভারত-পাকিস্তান এশিয়া কাপে একই গ্রুপে খেলবে। আগস্টের ৩০ তারিখ থেকে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া শ্রেষ্ঠত্বের এই লড়াই। ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ২ তারিখ, শ্রীলঙ্কার পাল্লেকেলেতে।