নম্বর সেভেনে মিরাজ, টেল-এন্ডারদের ব্যাপারে আশাবাদী হাথুরু

সাকিব হাথুরুসিংহে
Vinkmag ad

বাংলাদেশ দলের সাত নম্বর পজিশন নিয়ে কিছু প্রশ্ন, দ্বিধা থেকে যাচ্ছিল। মাহমুদউল্লাহ রিয়াদ; যিনি নেই এশিয়া কাপের দলে, তিনি এই পজিশনে মোট ৭১ ইনিংস ব্যাট করেছেন। যদিও গত ৫ বছরে রিয়াদকে সাত নম্বরে দেখা গেছে মাত্র ৩ বার। তবে সব ঠিক থাকলে আসন্ন এশিয়া কাপে মেহেদী হাসান মিরাজের কাঁধেই সাত নম্বরের দায়িত্ব তুলে দেওয়া হবে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আজ (শনিবার) সংবাদ সম্মেলনেও জানালেন সেই কথা।

এশিয়া কাপের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান কোচ ও অধিনায়ক সাকিব আল হাসান। দুজনেই এশিয়া কাপের দল ও অবস্থা নিয়ে বেশ আশাবাদী। কিছুদিন আগে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি খেলে এসেছেন সাকিব, তৌহিদ হৃদয় ও লিটন দাস। পাশাপাশি ইমার্জিং এশিয়া কাপে গিয়ে খেলেছেন তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব; দুজনেই আছেন এশিয়া কাপের দলে। এই অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে বলে দলের সবাই মনে করছে। প্রধান কোচ কথা বলেছেন, দলের সাত নম্বর পজিশনের বিষয়টি নিয়ে।

‘কন্ডিশন অনুযায়ী আমরা মিরাজকে সাত নম্বরে খেলাতে পারি। এক্ষেত্রে আমরা বোলারদের মোটামুটি ট্রেনিং (ব্যাটিং) দিয়েছি। সম্ভবত দুই তিন মাসের মতো, তাদের দক্ষতা বাড়াতে।’

বাংলাদেশের বোলারদের ব্যাটিং ট্রেনিং দেওয়া হচ্ছে। সেই কথা প্রধান কোচ জানালেন। বর্তমান ক্রিকেটে শুধু বোলার হিসেবে টিকে থাকা খুব কঠিন হয়েই দাঁড়িয়েছে। টুকটাক ব্যাটিং ইম্প্যাক্ট সব দলই আশা করে। বাংলাদেশও চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে তাসকিন আহমেদ বেশ কয়েকবার সেই চেষ্টার ঝলক মাঠে দেখিয়েছেন।

হাথুরুসিংহে বলেন,

‘তাসকিন অনেক উন্নতি করেছে তার প্রমাণ সে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েছে। একইসাথে শরিফুল আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজে দেখিয়েছে সে ব্যাট হাতে কী করতে পারে।’

টেল-এন্ডারদের ব্যাপারে হাথুরুসিংহের এই আশা সফল হলে বাংলাদেশের জন্য এরচেয়ে ভাল হতে পারেনা। বড় টুর্নামেন্টগুলোতে টেল-এন্ডাররা বিশেষ সময়ে ভূমিকা রাখেন। এইসব ম্যাচে খেলার অবস্থা যেকোন-রকম হতে পারে। তাই সবার সবদিক থেকে প্রস্তুতি নেওয়ার মানসিকতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।

৯৭ প্রতিবেদক

Read Previous

বিশ্বকাপে তামিমের থাকা নিয়ে যা বললেন সাকিব

Read Next

বিসিসিআই প্রধান রজার বিনি যাচ্ছেন পাকিস্তানে

Total
0
Share