বিশ্বকাপে তামিমের থাকা নিয়ে যা বললেন সাকিব

সাকিব হাথুরু
Vinkmag ad

এশিয়া কাপ খেলতে কাল দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগেরদিন সংবাদ সম্মেলনে উপস্থিত অধিনায়ক হেড কোচ। আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়, এরপর তামিমের ফিরে আসা। তবে ছেড়েছেন অধিনায়কত্ব। তামিম ইকবালকে নিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক সাকিবের কাছে প্রশ্ন আসতেই, ‘অভিজ্ঞতার তো একটা দাম আছে’।

গেল আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে খেলেই তামিম ইকবাল আচমকা জানান আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত। পরের দিন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ক্রিকেটে ফেরার কথা জানালেও তামিম পরবর্তীতে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। তামিম ইকবাল ওয়ানডের নেতৃত্ব ছাড়ার পর সাকিবকেই দায়িত্ব বুঝিয়ে দিল বিসিবি।

দ্বিতীয় দফায় ওয়ানডে অধিনায়ক হয়ে সাকিবের প্রথম অ্যাসাইনমেন্ট এশিয়া কাপে। তবে তামিম আগেই জানিয়েছিলেন তিনি খেলবেন না এশিয়া কাপ, ফিরবেন বিশ্বকাপে। তামিমকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে সাকিবের কাছে প্রশ্ন ছোড়া হয়।

জবাবে তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের দলে গুরুত্ব বুঝিয়ে সাকিবের উত্তর,

যে কোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলে তারা কতটা অবদান রাখতে পারে, এটার ওপর অবশ্যই নির্ভর করে সবকিছু।’

তবে সাকিব আল হাসান মনে করেন, অভিজ্ঞ ক্রিকেটার দলে কতটা অবদান রাখতে পারেন, এটার ওপর সবকিছু নির্ভর করে। নতুনদের জন্যে হলেও দলে অভিজ্ঞ ক্রিকেটারের দরকার আছে।

সাকিবের মতে,

তবে অবশ্যই অভিজ্ঞতার তো একটা দাম আছে এবং অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে কন্ডিশন সম্পর্কে কিংবা বড় বড় টুর্নামেন্ট সম্পর্কে যখন একজন ক্রিকেটারের অভিজ্ঞতা থাকে তা যখন ভাগাভাগি করে, জিনিসটা অনেক সহজ হয়ে যায়, বিশেষ করে যারা নতুন দলে আসে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

লিটন দাসের ফর্ম নিয়ে চিন্তিত নন হেড কোচ

Read Next

নম্বর সেভেনে মিরাজ, টেল-এন্ডারদের ব্যাপারে আশাবাদী হাথুরু

Total
0
Share