

এশিয়া কাপ একেবারে দোরগোড়ায়। আগামী ৩০ আগস্ট থেকে শ্রীলঙ্কা ও পাকিস্তানের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর। বাংলাদেশ দল শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলন করেছে। সেখানে প্রধান কোচ ও অধিনায়ক সাকিব আল হাসান উপস্থিত ছিলেন। কথা বলেছেন নিজেদের চাওয়া, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে।
তানজিদ হাসান তামিম প্রথমবারের মত বাংলাদেশ দলে ডাক পেয়েছেন। কিছুদিন আগে খেলেছেন ইমার্জিং এশিয়া কাপ, যার আয়োজন ছিল শ্রীলঙ্কাতে। সেখানে ভাল করেছেন, সেটারই ফল পেয়েছেন। অধিনায়ক সাকিব বললেন তামিমের আশ্রয় হিসেবে যাতে দলের সবাই থাকতে পারে। নতুন এই খেলোয়াড়কে ভালো ফিল করানোর দায়িত্বটা তাই সবাইকে নিতে বললেন তিনি।
‘তানজিদ হাসান তামিমকে নিয়ে আমরা সবাই অনেক আশাবাদী। ও যেন ড্রেসিরুমটা এনজয় করে। আমাদের সবার দায়িত্ব ওকে ভালো ফিল দেওয়া। আর ও যেন মাঠের খেলা ভালো খেলতে পারে। দেখুন ওরা যেহেতু বিশ্বকাপ (অনূর্ধ-১৯) জিতেছে ওদের মধ্যে জয়ের একটা চাওয়া আছে।’
২০১৯ বিশ্বকাপে কত রান করেছেন, সেটা ২০২৩ সালে এসে খুব বেশি গুরুত্ব রাখেনা বলেই বাস্তবতার নিরিখে বলতে চাইলেন সাকিব। পাশাপাশি এশিয়া কাপ ও বিশ্বকাপ যে দুইটা আলাদা আয়োজন, সেটাও বুঝিয়ে দিতে চাইলেন। তবে অবশ্যই এশিয়া কাপে ভাল করলে, বিশ্বকাপে ভাল করার সম্ভাবনা বেড়ে যাবে। তবে খারাপ করলে যে, সে সম্ভাবনা কমে যাবে- সে ধারণাতেও বিশ্বাস করতে চান না বাংলাদেশের এই নব্য ওডিআই অধিনায়ক।
‘এটা গুরুত্বপূর্ণ যে এমন বড় টুর্নামেন্টে গেলে আমরা ফ্লেক্সিবল থাকি। এমন না যে ৪ বছর আগে যেটা হয়েছে এখন তা হবে। দেখুন ২০১৯ সালে আমি কত রান করেছি, এ বছর কোনো ম্যাটার না।’
‘দুটা কম্পলিটলি আলাদা টুর্নামেন্ট। তবে এখানে ভালো করলে বিশ্বকাপেও ভালো হবে, যেহেতু একই ফরম্যাট। তবে খারাপ করলেও যে বিশ্বকাপে খারাপ হবে এমন ভাবনার সুযোগ নেই।’