

এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই– এশিয়া কাপ। বিশ্বকাপের মেগা ইভেন্টের আগে বড় দলগুলোর উদ্দেশ্য চ্যাম্পিয়ন। নিজেদের সেরা শক্তি নিয়েই লক্ষ্য জয়ে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ, পাকিস্তান, ভারত। এই উত্তেজনাপূর্ণ লড়াই দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার ও বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ আসন্ন এশিয়া কাপ আসর মাঠে গড়ানো দেখতে আর যেন অপেক্ষা করতে পারছেন না। উপমহাদেশের ক্রিকেট ভক্তের মতোই ক্যারিবীয় কিংবদন্তি বিশপ চোখ রাখছেন এশিয়ার এই লড়াইয়ে,
এক টুইট বার্তায় তিনি লিখেন,
‘এশিয়া কাপ হতে চলেছে। এটা দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।‘
৬ দল দুই গ্রুপে ভাগ হয়ে এবারের এশিয়া কাপের আসর হচ্ছে। গ্রুপ–এ এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল এবং গ্রুপ–বি এর মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
আগামী ৩০ তারিখ মুলতানে পাকিস্তান–নেপাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে শ্রীলঙ্কা দিয়ে। ম্যাচটি ৩১শে আগস্ট পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।