সবার আগে সোল্ড-আউট বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট

বিশ্বকাপ টিকিট
Vinkmag ad

বিশ্বকাপে ৩১ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে আসবে পাকিস্তান। এই ম্যাচের টিকিট আইসিসির নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই সোল্ড আউট প্রথম দিনের টিকিট।

১৯ অক্টোবর পুনের মাঠে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর পাকিস্তানের বিপক্ষে ৩১ অক্টোবর লড়াইয়ে নামবে কোলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে।

আজ থেকে আনুষ্ঠানিক ভাবে টিকিট বিক্রি শুরু করল আইসিসি। অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রির প্লাটফর্ম হিসেবে ভারতের ওয়েবসাইট বুকমাইশো (BookMyShow)  কাজ করছে। তবে সেখানে বাংলাদেশের প্রায় সব ম্যাচের টিকিট এখনও পর্যাপ্ত পরিমানে থাকলেও সোল্ড আউট দেখাচ্ছে বাংলাদেশপাকিস্তান ম্যাচের টিকিট। তবে পরবর্তীতে আরও টিকিট অনলাইনে ছাড়বে কর্তৃপক্ষ।

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি খেলায় বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হয়েছে। প্রথম দেখায় ১৯৯৯ সালে জিতেছিল বাংলাদেশ, পরেরবার ২০১৯ এ এসে পাকিস্তান জয় পায় টাইগারদের বিরুদ্ধে। এবার কোলকাতায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের জমজমাট লড়াই।

আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সব আপার টায়ারের টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ৮০০ রূপি। ডি ও এইস ব্লকের জন্য ১২০০ রূপি করে, সি ও কে ব্লকের জন্য ২০০০ করে। এবং বি ও এল ব্লকে বসে খেলা দেখার জন্য দর্শকদের গুনতে হবে সর্বোচ্চ ২,২০০ রূপি।

ইডেন গার্ডেন্স বিশ্বের অন্যতম পুরনো ও বড় স্টেডিয়াম। যার আসন সংখ্যা প্রায় ৬৭,০০০। কোলকাতার এই মাঠে বাংলাদেশ খেলবে আরও একটি ম্যাচ, যেখানে ২৮ অক্টোবর প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সূচি

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু সময়

অক্টোবর

আফগানিস্তান

ধর্মশালা, সকাল ১১

১০ অক্টোবর

ইংল্যান্ড

ধর্মশালা, সকাল ১১

১৩ অক্টোবর

নিউজিল্যান্ড

চেন্নাই, দুপুর টা ৩০

১৯ অক্টোবর

ভারত

পুনে, দুপুর টা ৩০

২৪ অক্টোবর

দক্ষিণ আফ্রিকা

মুম্বাই, দুপুর টা ৩০

২৮ অক্টোবর

নেদারল্যান্ড

কোলকাতা, দুপুর টা ৩০

৩১ অক্টোবর

পাকিস্তান

কোলকাতা, দুপুর টা ৩০

নভেম্বর

শ্রীলঙ্কা

দিল্লি, দুপুর টা ৩০

১১ নভেম্বর

অস্ট্রেলিয়া

পুনে, সকাল ১১

৯৭ ডেস্ক

Read Previous

ভারতের জন্য বিশ্বকাপ দল বানালেন গাঙ্গুলি

Read Next

এশিয়া কাপে পাখির চোখ ইয়ান বিশপের

Total
0
Share