ভারতের জন্য বিশ্বকাপ দল বানালেন গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি
Vinkmag ad

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এখন বেশ ‘এক্টিভ’; বিভিন্ন জায়গায় মন্তব্য রাখছেন, সাক্ষাৎকার দিচ্ছেন। উপলক্ষ অবশ্যই জরুরী। সামনেই এশিয়া কাপ, এরপর আছে মহাগুরুত্বপূর্ণ বিশ্বকাপ; যা কিনা আবার ভারতের মাটিতে। তাই গাঙ্গুলির ব্যস্ততা মানানসই। আজ (শুক্রবার) স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে এসে জানিয়েছেন, ভারতের জন্য নিজের পছন্দের বিশ্বকাপ দল।

এক যুগ পেরিয়ে গেছে ভারত কোনো আইসিসি শিরোপা জেতেনি। এরমধ্যে সেমিফাইনাল খেলা হয়েছে, খেলা হয়েছে ফাইনালও। তবে জয়ের দেখা পাওয়া যায়নি। এবারে ঘরের মাঠে বিশ্বকাপের আয়োজন হওয়ায় আশাবাদী ভারতীয় মহলের সবাই। দল নিয়ে হচ্ছে প্রচুর আলোচনা। চোট কাটিয়ে ইতোমধ্যে এশিয়া কাপের দলে ফিরেছেন মিডল-অর্ডারের ভরসা লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ার।

স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে এসে ২০০৩ বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দেওয়া ভারতীয় অধিনায়ক গাঙ্গুলি নিজের পছন্দের ১৫ সদস্যের স্কোয়াড নির্বাচন করলেন। যেখানে খুব বেশি চমক নেই। তবে বেশ উপযুক্ত ও মানানসই এক স্কোয়াড দেখা গেল।

ভারতের জন্য সৌরভ গাঙ্গুলির পছন্দের বিশ্বকাপ দলঃ

রোহিত শর্মা, শুবমান গিল, ইশান কিষান, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, সুরিয়াকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শারদুল ঠাকুর

গাঙ্গুলির দলে শারদুল ঠাকুর-সহ ৪ জন পেস বোলার, সাথে আছেন হার্দিক পান্ডিয়া। স্পিনের দায়িত্ব থাকবে ৩ জনের হাতে। বাকিরা ব্যাটসম্যান। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে আছেন ২ জন।

ইতিমধ্যে ভারত এশিয়া কাপের জন্য নিজেদের ১ সদস্যের দল ঘোষণা করেছে। সেই দলে চমক হিসেবে আছেন সদ্য আন্তর্জাতিক অঙ্গনে আসা ব্যাটার তিলক ভার্মা। সাথে আছেন প্রসিদ কৃষ্ণা।

৯৭ ডেস্ক

Read Previous

জিতলেই পাকিস্তান ওয়ানডেতে ১ নম্বর দল

Read Next

সবার আগে সোল্ড-আউট বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট

Total
0
Share