

ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে বিশ্বকাপের মঞ্চে যেতে পারে পাকিস্তান। আইসিসি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়ে ৩–০ ব্যবধানে সিরিজ জিতলে পাকিস্তান হবে বিশ্বের এক নম্বর দল।
ওয়ানডে র্যাংকিং লিস্টে বর্তমানে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট সমান ১১৮। ফলে পরের ম্যাচ জিতলেই পাকিস্তান ১১৯ পয়েন্টে নিয়ে শীর্ষে যাবে। বিপরীতে আফগানিস্তান ডুববে হোয়াইটওয়াশের লজ্জায়।
পাকিস্তান বৃহস্পতিবার হাম্বানটোটায় আফগানিস্তানের বিরুদ্ধে শেষ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে, তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে। টানা জয় পাকিস্তানের ওয়ানডে দলের রেটিংকে প্রথম স্থানে থাকা অস্ট্রেলিয়ার খুব কাছে নিয়ে গেছে।
সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের মাধ্যমে ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বর দল হিসেবে শীর্ষস্থান দখল করতে পারে বাবর আজমরা।
শ্রীলঙ্কায় আফগানদের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ১৪২ রানের বড় জয়ের পর পাকিস্তান দ্বিতীয় ম্যাচে পেল ১ উইকেটের উত্তেজনাপূর্ণ জয়। আর তাতেই নিশ্চিত হয়ে যায় সিরিজ জয়। এবার কলম্বোতে হোয়াইটওয়াশের মিশন। তবে এসব ছাপিয়ে বাবর আজমদের লক্ষ্য ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে উঠা।