

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন সহকারী কোচ হিসেবে বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল অ্যাডিলেইড স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন। গত মৌসুম শেষে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে গিয়েছেন পেইন। কোচিং অভিজ্ঞতা হয়েছে অস্ট্রেলিয়া-এ দলের সাথেও। এবার যোগ দিলেন বিগ ব্যাশে।
অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল ও অস্ট্রেলিয়া-এ দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পেইনের। এখনো কাজ করছেন সেখানে। এ দলের হয়ে সহকারী কোচ হয়ে নিউজিল্যান্ড সফরে অ্যাডাম ভোজেসের সাথে কাজ করবেন পেইন।
সম্প্রতি যোগ দেওয়া অ্যাডিলেইড স্ট্রাইকার্সের কোচ জেসন গিলেস্পি পেইনের ব্যাপারে বেশ আশাবাদী। পেইনের অন্তর্ভুক্তি ফ্র্যাঞ্চাইজিতে দারুণ সুবিধা বয়ে আনবে বলে মনে করেন তিনি।
গিলেস্পি বলেন, “টিমের দারুণ কোচ হওয়ার জন্য সকল দক্ষতা রয়েছে। তিনি যে অভিজ্ঞতা নিয়ে আসবেন, তা নিশ্চিতভাবে আমাদের খেলোয়াড়দের সবদিক দিয়ে সাহায্য করবে এবং আমরা যেভাবে খেলি, সেখানে আরো ইতিবাচক উপাদান নিয়ে আসবে।”
মাঠের খেলায় পেইনের অভিজ্ঞতা বেশ ভালো। সবমিলিয়ে ১৮ বছরের পেশাদার ক্রিকেটে ৪০০ ম্যাচ তাঁর নামের পাশে রয়েছে। তাঁর বিবিএল অভিজ্ঞতা ছিল হোবার্ট হারিকেন্সের সাথে। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ৪৪ ম্যাচ খেলে ১১০০ রানের সংগ্রহ আছে তাঁর। বিবিএলের ১৩ তম আসর শুরু হচ্ছে ডিসেম্বরের ৭ তারিখ থেকে, ব্রিসবেন হিট ও মেলবোর্ন স্টার্সের ম্যাচের মধ্যে দিয়ে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ টি টেস্ট খেলা পেইন দলের নেতৃত্ব দিয়েছেন ২৩ টি টেস্টে। গতবছরের নভেম্বরে একটি ঘটনাকে কেন্দ্র করে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান পেইন। এরপর সরে দাঁড়ান খেলা থেকেও। কারণ হিসেবে তখন জানিয়েছিলেন, নিজের মানসিক সুস্থতার কথা।