

শ্রীলঙ্কার হাম্বানটোটায় অনুষ্ঠিত হয়ে গেল আফগানিস্তান-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ। আফগানদের দারুণ ব্যাটিংয়ের পরেও ম্যাচটি নিজেদের করে নিতে পারেনি তাঁরা। শেষ মুহূর্তে নাসিম শাহ থেকে আসে বীরত্বপূর্ণ ব্যাটিং। ম্যাচ শেষে ক্রিকেটের রীতি অনুযায়ী যে করমর্দন করার প্রথা চালু রয়েছে, সেখানে পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি ছিলেন অনুপস্থিত। ম্যাচটি বেশ ‘ইমোশন’ যুক্ত করেছে তা ঠিক। তবে শাহীনের এই অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায়।
৩০০ রানের লক্ষ্য তাড়া করে জিতে যায় পাকিস্তান। শেষ দিকে আফগানদের পক্ষে ম্যাচ হেলে গেলেও, জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারী দল। সেখানে শেষ ওভারে ছিল নাসিমের ব্যাটিং কৃতিত্ব। যে মুহূর্ত ফিরিয়ে এনেছে ২০২২ এশিয়া কাপে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের স্মৃতি। ম্যাচ শেষেও বেশ উত্তেজিত পরিবেশ ছিল মাঠে। নাসিম ও তাঁর সতীর্থরা করেছেন বুনো উদযাপন।
ক্রিকেটের প্রচলিত রীতি অনুযায়ী ম্যাচ শেষে দুই দল করমর্দন ও কুশল বিনিময় করে নিবে। যেখানে উপস্থিত থাকবে খেলোয়াড়, কোচিং স্টাফ-সহ দলের সকলেই। কিন্তু গতকালের ম্যাচ শেষে করমর্দনের সময় পাকিস্তানি পেসার শাহীন শাহ ছিলেন অনুপস্থিত। অধিনায়ক বাবর আজমকে দেখা যায় শাহীনকে ডাকছেন, যাতে এই পর্বে তিনি উপস্থিত থাকেন৷ তবে শাহীন সে ডাকে সাড়া দেননি। বরং ছুটে গেছেন নিজেদের ড্রেসিংরুমের দিকে।
এছাড়াও ছিল ঘটনা। ম্যাচ শেষে নাসিম কোনো একটা বিষয় নিয়ে বাবরকে অভিযোগের আকারে বলতে দেখা যায়। তা ম্যাচের নির্দিষ্ট কোনো বিষয়ে অসন্তোষ হিসেবেই দেখা হচ্ছে। এরপর বাবর ও আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী মিলে আলোচনা করেছেন। এসব কী নিয়ে ছিল, তা অবশ্য এখনো অজানা। তবে শেষ ওভারে ‘মানকাড’ আউট হয়ে ফিরেছেন শাদাব খান। এটিও কোনো কারণ হতে পারে।
গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ১ উইকেটের জয় পায় পাকিস্তান। আফগানদের পক্ষ থেকে রহমানুল্লাহ গুরবাজ ১৫১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। তবে ফলাফল নিজেদের পক্ষে আনতে পারেননি। সিরিজের পরবর্তী ও শেষ ওডিআই অনুষ্ঠিত হবে কলম্বোতে, ২৬ আগস্ট।