এশিয়া কাপে খেলা হচ্ছে না হাসারাঙ্গার

এশিয়া কাপে খেলা হচ্ছে না হাসারাঙ্গার
Vinkmag ad

এশিয়া কাপ ২০২৩ এর আগে লঙ্কান শিবিরে বড় ধাক্কা। তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসর মিস করতে চলেছেন। সদ্য সমাপ্ত লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এ বাধানো গ্রেড ২ এর হ্যামস্ট্রিং ইনজুরির জেরে।

এলপিএলে জাফনা কিংসের বিপক্ষে ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন হাসারাঙ্গা। চ্যাম্পিয়ন বি লাভ ক্যান্ডির হয়ে ফাইনাল খেলতে না পারলেও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।

এশিয়া কাপের আগে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার কপালে চিন্তার রেখা স্পষ্ট হচ্ছে। ওয়ানিন্দু হাসারাঙ্গার আগে তারকা পেসার দুশমান্ত চামিরা কাঁধের ইনজুরিতে ছিটকে গেছেন।

এই দুজনের জায়গায় লঙ্কানদের এশিয়া কাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারেন কাসুন রাজিথা ও দুশান হেমন্ত।

৩০ আগস্ট মুলতানে পাকিস্তান বনাম নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ৩১ আগস্ট শুরু হবে শ্রীলঙ্কার এশিয়া কাপের মিশন।

এশিয়া কাপের জন্য সম্ভাব্য শ্রীলঙ্কা স্কোয়াড-

দাসুন শানাকা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, দুশান হেমন্ত, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েল্লালাগে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা।

৯৭ ডেস্ক

Read Previous

ভিরাট কোহলির ইন্সটাগ্রাম স্টোরি ও ভারতীয় বোর্ডের বার্তা

Read Next

বাবরের অনুরোধেও করমর্দন পর্বে ছিলেননা শাহীন

Total
0
Share