ভিরাট কোহলির ইন্সটাগ্রাম স্টোরি ও ভারতীয় বোর্ডের বার্তা

কোহলি
Vinkmag ad

এশিয়া কাপের জন্য প্রস্তুত হচ্ছে ভারত। বেঙ্গালুরুতে ইতোমধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি ক্যাম্প। গতকাল (বৃহস্পতিবার) সেই ক্যাম্প থেকে একটা ছবি স্টোরি হিসেবে পোস্ট করলেন ভিরাট কোহলি। সেখানে তাঁর ফিটনেস ট্রেনিংয়ের ‘ইয়ো-ইয়ো’ টেস্টের রেজাল্ট উল্লেখ করা ছিল। সেটা নিয়ে অবশ্য কিছুটা নারাজ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড জানায়, খেলোয়াড়দের উচিত মাঠের ‘গোপনীয়’ বিষয়গুলো সামাজিক মাধ্যমে প্রকাশ না করা। এ ব্যাপারে খেলোয়াড়দের মৌখিকভাবে পরামর্শ দিয়েছে বোর্ড।

বেঙ্গালুরুর ট্রেনিং ক্যাম্পে এশিয়া কাপের প্রায় সকল সদস্যরা উপস্থিত ছিলেন। ভিরাট কোহলিও ছিলেন। গতকাল ফিটনেস টেস্ট হয়েছে ভারতীয় শিবিরে। সেখান থেকে কোহলি নিজের ‘ইয়ো-ইয়ো’ টেস্ট; যা ফিটনেস ট্রেনিংয়ের অন্তর্ভুক্ত, তার স্কোর লিখে ইন্সটাগ্রামে প্রকাশ করেন। সাথে ক্যাপশনে লিখেছেন, “The Happiness of finishing the YO YO test between the dreaded cones. 17.2 don.”

১৭.২ স্কোর নিয়ে এই টেস্ট উতরে গেছেন কোহলি। তিনি যে ফিটনেস নিয়ে সবসময় সচেতন থাকেন, তা ক্রিকেট-পাড়া অবগত। নিজের ফিটনেসের ব্যাপারগুলো নিয়ে আশাবাদী থাকা ও সেখানে ভালো করা- কোহলির নিজের আত্মতুষ্টিরও একটা ব্যাপার। হয়তো সেখান থেকেই ইন্সটাগ্রামে পোস্ট দিয়েছেন, স্বাভাবিকভাবেই।

তবে বিসিসিআই কোহলির এই স্কোর প্রকাশ করার পর, কিছুটা সচেতন হয়ে যায়। বোর্ড মৌখিকভাবে খেলোয়াড়দের জানিয়েছে, ‘কনফিডেনশিয়াল’ বিষয়গুলো সামাজিক মাধ্যমে প্রকাশ যাতে না-হয়।

বিসিসিআই এর একজন অফিশিয়াল ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানান, “সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও গোপনীয় বিষয় পোস্ট করা এড়াতে খেলোয়াড়দের মৌখিকভাবে জানানো হয়েছে। তাঁরা অনুশীলনের সময়কার ছবি পোস্ট করতে পারে কিন্তু কোনো স্কোর পোস্ট করলে তা চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।”

এবারের এশিয়া কাপের পর্দা উঠছে ৩০ আগস্ট, পাকিস্তান বনাম নেপাল ম্যাচ দিয়ে। ভারত তাঁদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে, সেপ্টেম্বরের ২ তারিখ।

৯৭ ডেস্ক

Read Previous

পুত্র সন্তানের জনক হলেন শান্ত, চাইলেন দোয়া

Read Next

এশিয়া কাপে খেলা হচ্ছে না হাসারাঙ্গার

Total
0
Share