

দিনকয়েক আগেই সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন টাইগার টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। আজ দিলেন চূড়ান্ত সুসংবাদ। পুত্র সন্তানের জনক হয়েছেন শান্ত।
নাজমুল হোসেন শান্তর নিজের জন্মদিনও ২৫ আগস্ট। একই দিনে ভূমিষ্ঠ হল তাঁর পুত্র সন্তান।
ভেরিফাইড ফেসবুক পেইজে নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘আজ (২৫ আগস্ট, ২০২৩) সকালে আমার পুত্র সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ।’
‘মা ও ছেলে দুজনেই ভালো আছে। অনুগ্রহ করে আমার পরিবারকে আপনার প্রার্থনায় রাখুন।’
Tags: নাজমুল হোসেন শান্ত