সাকিব জানালেন কে খেলবে!

খেলা সিডনিতে বলেই বড় আশা সাকিবের
Vinkmag ad

শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় খেলা‘, তবে এখানে নেই দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। এই খেলায় খেলবেবাংলাদেশ, যা আয়োজন করছে নগদ। সাকিব আল হাসান আগের রাতে জানিয়েছিলেন, তিনি আর খেলবেন না। আজ জানালেনখেলবে আসলে কে?

গতরাতে ফেসবুক পেইজের পোস্টে রহস্য রেখে সাকিব আল হাসান লিখেন, ‘আমি আর খেলবোনা। খেলবে কে জানাচ্ছি…’

এরপর থেকেই এই ইস্যুতে সরব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। আজ শুক্রবার সকালে সাকিব জানালেন কে খেলবে,

আমি খেলবনা। খেলবে এবার বাংলাদেশ।

কারণ, নগদ নিয়ে এসেছে এমন এক খেলা যা আগে কখনও হয়নি। নগদে মোবাইল রিচার্জে থাকছে সপ্তাহে সপ্তাহে গাড়ি! সাথে বিশ্বকাপএর টিকেট সহ হাজার হাজার পুরষ্কার। এখন খেলবে তো বাংলাদেশ! #খেলাহবেনগদে’

গ্রাহকদের জন্য দেশের সব মোবাইল ফোন অপারেটরের বিশেষ অফারসুবিধা এক জায়গায় নিয়ে এসেছে মোবাইলে আর্থিক সেবাদাতাকোম্পানি নগদ, ‘নগদ রিচার্জ উৎসব মোবাইল রিচার্জে পাওয়া যাবে সপ্তাহে সপ্তাহে গাড়ি। এছাড়া মিলবে ২০২৩ ওয়ানডে ক্রিকেটবিশ্বকাপ ম্যাচের টিকিট।

৯৭ ডেস্ক

Read Previous

পেস আক্রমণে সেরা দুইয়ে বাংলাদেশ

Read Next

পুত্র সন্তানের জনক হলেন শান্ত, চাইলেন দোয়া

Total
0
Share