পেস আক্রমণে সেরা দুইয়ে বাংলাদেশ

তাসকিন উদাহরণ তৈরি করেছে, পেস আক্রমণ নিয়ে গর্বিত সাকিব
Vinkmag ad

অ্যালান ডোনাল্ড বাংলাদেশের পেস আক্রমণকে বদলে দেওয়ার অন্যতম কারিগর। তার হাতের ছোঁয়াতেই যেন আলো ছড়াচ্ছেন তাসকিন, হাসান মাহমুদরা। অ্যালান ডোনাল্ডের অধীনে এটি একটি বড় উন্নতি। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ এখন সেরা পেস বোলিং ইউনিটের দুইয়ে।

পরিসংখ্যান বলছে ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় সেরা ওডিআই পেস আক্রমণ! আর শীর্ষস্থান আছে পাক পেসারদের দখলে। বাংলাদেশের পেসাররা ৪৫ ম্যাচে

সবচেয়ে বেশি সময় ধরে শক্তিশালী পেস বোলারদের অনুপস্থিত ছিল বাংলাদেশ দলে। কিন্তু তাসকিন, মুস্তাফিজদের এই যুগে এসেছে নতুন তারকাও। রীতিমতো ঝলক দেখিয়ে যাচ্ছেন শরিফুল, হাসান মাহমুদরা। এবার তো জায়গা করে নিলেন সেরা দুইয়ে।

২০১৯ বিশ্বকাপের পর এখন পর্যন্ত ২৯ ম্যাচে ২৭ গড় এবং ২৯.৩৮ স্ট্রাইক রেটে ১৬৩ উইকেট নিয়েছেন পাকিস্তানের পেসাররা। দুইয়ে থাকা বাংলাদেশ দলের পেসাররা এই সময়ে ৪৫ ম্যাচ খেলে নিয়েছেন ১৮৯ উইকেট। যেখানে ২৮.৩৩ গড় ৩১.৫৫ স্ট্রাইক রেটে।

তালিকার তিনে রয়েছে নিউজিল্যান্ড। চারে ভারত, পাঁচে অস্ট্রেলিয়া এবং ছয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

৯৭ ডেস্ক

Read Previous

ভারতের শিরোপা-খরা কাটবে, বিশ্বাস গাঙ্গুলির

Read Next

সাকিব জানালেন কে খেলবে!

Total
0
Share