

অবিরাম গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে তৃতীয় টি–টোয়েন্টি ভেসে যাওয়ায় ভারত ২–০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই জাসপ্রীত বুমরাহ প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং পরে ভেজা আউটফিল্ড থাকায় ডাবলিনের ম্যালাহাইডে ভারত–আয়ারল্যান্ডের তৃতীয় এবং শেষ টি–টোয়েন্টি টস হওয়া ছাড়াই পরিত্যক্ত হয়েছে। ফলে ২–০ তে সিরিজ নিজেদের করে নিল ভারত।
বৃষ্টি কমে গেলে, স্থানীয় সময় বিকাল ৫.৪৫ মিনিটে আম্পায়াররা পরিদর্শনের জন্য বেরিয়ে আসেন, কিন্তু আউটফিল্ডের অবস্থা খেলারজন্য খুবই স্যাঁতসেঁতে ছিল। ম্যাচটি, যা স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ছিল, প্রায় তিন ঘন্টা পরে পরিত্যক্ত ঘোষণা করাহয়। অনফিল্ড আম্পায়াররা ২ অধিনায়কের সঙ্গে কথা বলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
প্রথম ম্যাচে মাত্র ২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচেও ৩৩ রানের জয় পায় টিম ইন্ডিয়া। আর তাতেই নিশ্চিত হয়ে যায় সিরিজ জয়।
আগের দুই ম্যাচ মিলিয়ে মোট ৪ উইকেট শিকার করা ভারতীয় অধিনায়ক জাসপ্রীত বুমরাহ পেলেন সিরিজ সেরার পুরস্কার। জাতীয় দলে ফিরতেই অধিনায়কের আর্মব্যান্ড পান, এবার জিতে নিলেন সিরিজের সেরা খেলোয়াড়ের তকমা।