

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচগুলি অনুষ্ঠিত হবে তিন ভেন্যুতে। গৌহাটি, হায়দ্রাবাদ, তিরুবনন্তপুরমে মোট ১০টি প্রস্তুতি ম্যাচ হবে। বাংলাদেশের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ ২৯ সেপ্টেম্বর, পরেরটি ২ অক্টোবর। গৌহাটিতে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে এই দুই ম্যাচ খেলবে সাকিবের দল।
২৯ সেপ্টেম্বর ওয়ার্ম আপ সূচির প্রথম দিনেই তিনটি ম্যাচ। পরের দুই দিনে ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর মাঠে গড়াবে দুটি করে মোট ৪ম্যাচ। শেষ দিন ৩ অক্টোবর আবারও তিন ওয়ার্ম আপ ম্যাচ। ৪ দিনে মোট ১০টি গা গরমের ম্যাচ মাঠে গড়াবে।
৫ অক্টোবর থেকে ১০টি দল ভারতের ১০টি শহরে ৪৫ দিন ধরে বিশ্বকাপে খেলবে। তারপর ১৯ নভেম্বর পাওয়া যাবে বিশ্বকাপেরচ্যাম্পিয়ন। মূল আসরে লড়াইয়ের আগে প্রতিটি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর২:৩০ টায় এবং দলগুলিকে ম্যাচ চলাকালীন তাদের ১৫–প্লেয়ার স্কোয়াডের সব সদস্যকে মাঠে নামাতে পারবে।
তিরুবনন্তপুরম, হায়দ্রাবাদ, গৌহাটিতে ১০টি প্রস্তুতি ম্যাচ হবে। ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অবধি হবে ওয়ার্ম আপ ম্যাচগুলি। ওয়ার্মআপের ৪টি করে ম্যাচ পেয়েছে গৌহাটি ও তিরুবনন্তপুরম। হায়দ্রাবাদ পেয়েছে ২টি ম্যাচ।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি-
২৯ সেপ্টেম্বর, শুক্রবার–
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গৌহাটি
দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান, গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম, তিরুবনন্তপুরম
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
৩০ সেপ্টেম্বর, শনিবার–
ভারত বনাম ইংল্যান্ড, বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গৌহাটি
অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস, গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম
২ অক্টোবর, সোমবার–
ইংল্যান্ড বনাম বাংলাদেশ, বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গৌহাটি
নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম
৩ অক্টোবর মঙ্গলবার
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গৌহাটি
ভারত বনাম নেদারল্যান্ডস, গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ