

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে পৌঁছেছে নেপাল দল। নেপালকে তাড়াতাড়ি আসতে দেওয়ার জন্য পিসিবির পদক্ষেপটি অত্যন্ত প্রশংসাজনক, যাতে নেপাল নিজেদেরকে সঠিকভাবে প্রস্তুত করতে পারে। নেপাল দল পাকিস্তানে এক সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্প করবে, যেখানে দলটি পিসিবি– মনোনীত দলের বিপক্ষে ম্যাচও খেলবে।
নেপাল দল প্রথমবারের মতো এশিয়া কাপ মিশনে। সবার আগেও তারা পৌঁছে গেছে উদ্বোধনী ম্যাচের ভেন্যুতে। পাকিস্তানে পা রাখার আগে নেপাল দল অনুশীলন করেছে নিজ দেশেই। যেহেতু তারা বিশ্বমানের অনেক সুযোগ–সুবিধা পায় না, দ্রুত পাকিস্তানে আসা তাদের জন্য খুবই সহায়ক পদক্ষেপ।
ভারত ও পাকিস্তানের সাথে এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে নেপাল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তারা ৩০ আগস্ট মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে লড়বে। ভারতের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার ক্যান্ডিতে, যা অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর।
নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন আসন্ন এশিয়া কাপ ২০২৩–এর জন্য তাদের চূড়ান্ত ১৭ সদস্যের দল ঘোষণা করে গত ১৪ আগস্ট। পাকিস্তান ও শ্রীলঙ্কায় এশিয়া কাপ আসরে নেপাল দলকে নেতৃত্ব দেবেন রোহিত পাউডেল।
গত মে মাসে এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের জন্য নির্বাচিত হয় নেপাল।
এশিয়া কাপের জন্য নেপাল স্কোয়াড–
রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ (উইকেটকিপার), কুশল ভুর্টেল, ললিত রাজবংশী, ভীম শারকি, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, সন্দ্বীপ লামিচানে, করণ কেসি, গুলশান ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রতিস জিসি, কিশোর মাহাতো, সন্দীপ জোরা, অর্জুন সৌদ ও শ্যাম ঢাকল।