

দেশের বাইরের সিরিজগুলোর জন্য নিউজিল্যান্ড দলের ম্যানেজমেন্ট কোচ নিয়োগ ও কর্ম পরিকল্পনা ঠিক করে ফেলেছে। তাঁদের প্রক্রিয়াতে বিভিন্ন সিরিজে আলাদা আলাদা কোচের দায়িত্ব পালনের নজিরও দেখা যাবে। নতুন কোচ হিসেবে দলের সঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছেন সাবেক দুই ইংল্যান্ড খেলোয়াড়; ইয়ান বেল ও জেমস ফোস্টার’কে। যাদের কোচিং ক্যারিয়ার যথেষ্ট সমৃদ্ধ। আগামী চার মাসের ব্যস্ত সূচিতে এই কিউই কোচেরা নিজেদের দায়িত্ব ইতিমধ্যে ভাগ করে নিয়েছেন।
এছাড়াও সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং, পাকিস্তানি সাকলায়েন মুশতাকও নিজেদের দায়িত্ব নতুন করে পেয়েছেন। যারা নিউজিল্যান্ডের কোচিং প্যানেলের অংশ ছিলেন বা আছেন।
এই মাসের শেষে আসন্ন ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি অংশে ইয়ান বেল কিউইদের সহকারী কোচের ভূমিকায় থাকবেন। হেড কোচ গ্যারি স্টেড’কে সহযোগিতা করবেন বেল। এরপর অবশ্য একই সফরে ৪ ম্যাচের ওডিআই সিরিজে ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তখন জেমস ফোস্টার আবার সহকারী কোচের দায়িত্ব ভার গ্রহণ করবেন। নিউজিল্যান্ডের ম্যানেজমেন্ট এভাবেই নিজেদের পরিকল্পনা সাজিয়েছে।
বেল ৫ বার অ্যাশেজ জিতেছিলেন খেলোয়াড়ি জীবনে। কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন নানা জায়গায়। এরমধ্যে; ডার্বিশায়ার, হোবার্ট হারিকেন্স, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল, লায়ন্স অন্যতম। ফোস্টারও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান প্রিমিয়ার লিগে কাজ করেছেন তিনি।
ফ্লেমিং নতুন করে কিউইদের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন। সাকলায়েন ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নতুন দায়িত্ব স্পিন বোলিং কোচ হিসেবে দেখা যাবে।
এছাড়াও প্যানেলে আছেন; হেড কোচ গ্যারি স্টেড, লুক রঞ্চি, শেন জার্গেনসন। সেপ্টেম্বরের আসন্ন ওডিআই সিরিজে বাংলাদেশের সাথে দেখা যাবেনা স্টেড’কে। বিরতি দিয়ে আবার বিশ্বকাপে দায়িত্বে ফিরবেন তিনি। বিশ্বকাপের পর আবারো বিরতিতে যাবেন স্টেড। সেসময় ডিসেম্বরের নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজে হেড কোচের দায়িত্ব পালন করবেন রঞ্চি। এভাবেই নানা স্তরে ভাগ করে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের কোচদের দায়িত্বগুলো।
আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কিউই কোচদের দায়িত্বঃ
আরব আমিরাতের সাথে টি-টোয়েন্টি- (১২-২১ আগস্ট) গ্যারি স্টেড, লুক রঞ্চি, শেন জার্গেনসন
ইংল্যান্ডের সাথে টি-টোয়েন্টি- (আগস্ট ৩০-৫ সেপ্টেম্বর) গ্যারি স্টেড, লুক রঞ্চি, শেন জার্গেনসন, ইয়ান বেল
ইংল্যান্ডের সাথে ওডিআই- (৮-১৫ সেপ্টেম্বর) গ্যারি স্টেড, শেন জার্গেনসন, ইয়ান বেল, জেমস ফোস্টার/ স্টিফেন ফ্লেমিং
বাংলাদেশের সাথে ওডিআই- (২১-২৬ সেপ্টেম্বর) লুক রঞ্চি, শেন জার্গেনসন, ইয়ান বেল
ক্রিকেট বিশ্বকাপ’২৩- (অক্টোবর/নভেম্বর) গ্যারি স্টেড, লুক রঞ্চি, শেন জার্গেনসন, জেমস ফোস্টার
বাংলাদেশের সাথে টেস্ট- (২৮ নভেম্বর-১০ ডিসেম্বর) লুক রঞ্চি, সাকলায়েন মুশতাক, বোলিং কোচ