

পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কাছে শ্রীলঙ্কাকে মনে হচ্ছে তার দ্বিতীয় বাড়ি। মনে হবারই তো কথা। গত জুলাই থেকে এ পর্যন্ত বাবর আজম তিন বার এসেছেন শ্রীলঙ্কায়। ১৬ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত পুরো শ্রীলঙ্কা জুড়ে খেলেছেন মোট ১১ ম্যাচ।
চলমান আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজও পাকিস্তান খেলছে শ্রীলঙ্কাতে। এর আগে বাবর আজম এলপিএল ফ্র্যাঞ্চাইজি কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেন ৮ ম্যাচ। এরও আগে টেস্ট দল নিয়ে বাবর আজম শ্রীলঙ্কায় ২–০‘তে জিতে যান সিরিজ।
আফগান সিরিজে বাকি আরও দুই ওয়ানডে। এরপর পাকিস্তান দল ফিরে যাবে নিজ দেশে। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ মুলতানে ৩০আগস্ট, নেপালের বিরুদ্ধে। ফের শ্রীলঙ্কায় ফিরবে বাবর আজমের দল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তাদের লড়াই হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে।
পাকিস্তান অধিনায়ক বাবর আজম শ্রীলঙ্কায় কাটানো মুহূর্ত টেনে বললেন, এখানে আমার দ্বিতীয় বাড়ি মনে হচ্ছে।
‘শ্রীলঙ্কা এখন আমার দ্বিতীয় বাড়ি বলে মনে হচ্ছে। আমি এখানে কয়েক মাস ধরে আছি। এখানে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছি, তারপর এলপিএল খেলেছি, এখন আমাদের এখানে আফগানিস্তান ওডিআই সিরিজ। এবং তারপরে এশিয়া কাপ আছে। মাঝখানেমাত্র কয়েকদিনের জন্য পাকিস্তানে গিয়েছিলাম।‘
আসন্ন এশিয়া কাপে গ্রুপ ‘এ‘ থেকে চ্যাম্পিয়ন হতে পারলে সুপার ফোরের প্রথম ম্যাচ খেলতে পারবে পাকিস্তান নিজেদের মাঠেই।