বরিশালে গিয়ে মুগ্ধ সাকিব

সাকিবের বিস্ময়কর উত্তর, কৌতুক নাকি অন্য কিছু?
Vinkmag ad

সাকিব আল হাসানের ব্যস্ততা নিয়ে সবসময়ই আলাপ হচ্ছে। ব্যস্ত সাকিব দিন দিন আরো ব্যস্ত হচ্ছেন। শ্রীলঙ্কার লিগ শেষ করে গিয়েছিলেন দুবাইয়ে, স্বর্ণের দোকান উদ্বোধন করতে। এরপর গতকাল (সোমবার) ফিরেছেন দেশে। আজ আবার গিয়েছিলেন বরিশালে। সেখানের এক হাসপাতালের কর্মসূচিতে যোগদান করতে। দুপুরে আবার ঢাকায় ফিরে রামপুরায় এক কোম্পানির অনুষ্ঠানে অতিথি হিসেবে যান। এভাবেই চলছে ক্রিকেটের বাইরে সাকিবের জীবন। তবে এর ফাঁকেই আজ কথা বলেছেন সাংবাদিকদের সাথে।

বরিশালে সাকিব গিয়েছেন হেলিকপ্টারে চেপে। ফলে আবার দুপুরে সেভাবেই ঢাকায় ফিরে এসেছেন। তবে গতকাল যখন দেশে ফিরলেন, তখন উপস্থিত সাংবাদিকরা তাঁকে ধরতে পারেননি। সাকিব আড়ালেই বিমানবন্দর এলাকা ত্যাগ করেছিলেন। আজ বরিশালে গিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে।

“এখানে (বরিশাল) এসে খুবই ভালো লাগছে। এরকম তো আসলে মানুষের সঙ্গে ইন্টারেক্ট করার সুযোগ ওভাবে হয় না। ভাইয়ের মাধ্যমে যেহেতু এখানে আসা হলো। একটা মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে নিজের খুব ভালো অনুভূতি হচ্ছে। একই সঙ্গে যেহেতু বরিশালে খুব একটা আসা হয় না, ক্রিকেটে ওরকমভাবে আন্তর্জাতিক ম্যাচ যেহেতু হয় না। স্বাভাবিকভাবে আসার সম্ভাবনাটা খুবই কম থাকে। এভাবে আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি শুধু বরিশাল না, পুরো বাংলাদেশের সবাই আমাদের সবসময় সমর্থন দেয়। বরিশালবাসীও অনেক বেশি সাপোর্ট করবে। আমরা সামনে যে বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে ওখানে ভালো করবো।“

বিশ্বকাপ ও এশিয়া কাপে ভাল করার আশা ও ইচ্ছার কথা জানিয়ে রাখলেন অধিনায়ক সাকিব। কিছুদিন আগেই পেয়েছেন ওডিআই অধিনায়কের দায়িত্ব। এই দায়িত্বে নিজের প্রথম কাজ হবে আসন্ন এশিয়া কাপ। তা নিয়ে সাকিব সকলের কাছেই দোয়া চাচ্ছেন। পাশাপাশি আছে বিশ্বকাপের ভাবনাও।

সাকিবের কাছে প্রশ্ন গেল, ২০১৯ বিশ্বকাপের মত এই বিশ্বকাপেও সেরকম কোন ‘কিক’ আছে কি না, কারণ সকলের জানার কথা যে, গত বিশ্বকাপে সাকিব কতটা ভাল ছিলেন; তা ব্যাটে-বলে, দুই জায়গাতেই।

“ওরকম কোনো কিক নেই। শুধু চেষ্টা করতেছি যতটা ফিট থাকা যায়। যেহেতু সামনে আমাদের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বা সিরিজ আছে। তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে কতটা ফিট থাকতে পারি। প্রচুর খেলা আছে, ইনজুরি হওয়ার সম্ভাবনাটা বেশি।“

পাশাপাশি জানালেন, সম্প্রতি খেলা লিগগুলোর অভিজ্ঞতা। শ্রীলঙ্কায় খেলার কথা বিশেষ করে এবং তা সামনের দিনগুলোতে কীভাবে কাজে লাগবে, সে কথাও।

“ভালো ছিল। শ্রীলঙ্কারটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ম্যাচ আছে। ওদের সবার সঙ্গে খেললাম, মাঠের সম্পর্কে ধারণা হলো; ওদের প্লেয়ারদের সম্পর্কে আইডিয়া হলো। সেদিক থেকে ভালোই হলো।“

৯৭ প্রতিবেদক

Read Previous

লর্ডস টেস্টেই চোটে পড়েছিলেন স্মিথ

Read Next

পাক পেস আগুনে ৫৯ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

Total
0
Share