ছিটকে গেলেন এবাদত, এশিয়া কাপের টিকিট পেলেন সাকিব

তানজিম হাসান সাকিব
Vinkmag ad

বাংলাদেশের ফাস্ট বোলার এবাদত হোসেন এশিয়া কাপ ২০২৩ থেকে ছিটকে গেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হাটুর ইনজুরির জেরে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে খেলা হচ্ছে না ২৯ বছর বয়সী ডানহাতি পেসারের। এসিএল (এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট) ইনজুরিতে এবাদত পড়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। সেখান থেকে ঠিকঠাক সেরে উঠতে পারেননি তিনি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এবাদত ইস্যুতে বলেন, ‘ইনজুরির পর এবাদত ৬ সপ্তাহ রিহ্যাব করেছে। এই সময়ে আমরা একাধিক এমআরআই করিয়েছি, রিপোর্টের ফলে দেখা গেছে যে এসিএল এখনও উদ্বিগ্ন হবার কারণ এবং আরও সময় লাগবে। তাই সে এশিয়া কাপ থেকে ছিটকে গেছে।’

‘অক্টোবরে বিশ্বকাপ মাথায় রেখে এবাদতকে ফুল ফিট করতে বিসিবি কাজ করছে এবং সঠিক চিকিৎসা নির্ধারণে সচেষ্ট। একারণে বিদেশে চিকিৎসা করানোর চিন্তাও আছে।’

এবাদত হোসেনের জায়গাতে জাতীয় দলের নির্বাচক প্যানেল তানজিম হাসান সাকিবকে বিবেচনা করেছে। এই আনক্যাপড পেসার যুক্ত হয়েছেন ১৭ সদস্যের স্কোয়াডে।

২০ বছর বয়সী তানজিম হাসান সাকিব ৩৭ লিস্ট এ ম্যাচ খেলে নিয়ছেন ৫৭ উইকেট। ইমার্জিং এশিয়া কাপে ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনি আলোচনায় আসেন।

তানজিম হাসান সাকিব সমেত এখন এশিয়া কাপের স্কোয়াডে আছেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ৫ সদস্য- তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।

এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।

৯৭ প্রতিবেদক

Read Previous

পাকিস্তান দলকে আফগানদের ঐতিহ্যবাহী পোশাক উপহার

Read Next

লর্ডস টেস্টেই চোটে পড়েছিলেন স্মিথ

Total
0
Share