

মিরপুরে জাতীয় দলের মূল অনুশীলনের বাইরেও ৮ জন ক্রিকেটার নিজেরা অনুশীলন করছেন। সেই দলের একজন সাইফ হাসান। ছিলেন এবছরের ইমার্জিং এশিয়া কাপ দলের অধিনায়ক। খেলে এসেছেন শ্রীলঙ্কায়। জানেন সেখানকার মাঠ ও পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে। সাইফ আজ কথা বলেছেন মিরপুরে, সাংবাদিকদের সাথে।
এশিয়া কাপ দোরগোড়ায়। জাতীয় দল মন লাগিয়ে অনুশীলন করে যাচ্ছে মিরপুরে। পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনের এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রীলঙ্কার কন্ডিশন নিয়ে ধারণা আছে কিছুদিন আগে ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়া দলের অধিনায়ক সাইফ হাসানের। সাইফ-সহ আরো কয়েকজন ক্রিকেটার মিলে মিরপুরে করছেন আলাদা অনুশীলন। কী উদ্দেশ্য এই অনুশীলনের?
সাইফ জানান,
“আমার মনে হয় এটা ব্যাকআপ প্ল্যান। আমরা স্ট্যান্ডবাই যারা আছি এবং যারা বিশ্বকাপের পরিকল্পনায় আছে, তাদের জন্য আলাদা অনুশীলন। যেন পরবর্তীতে সুযোগ পেলে সবাই প্রস্তুত থাকে। আমার মনে হয়, অনুশীলনের ইন্টেন্সিটি যেন জাতীয় দলের সঙ্গে মিল থাকে (সেই বার্তা দেওয়া)। আর যার যার যে ঘাটতি আছে, সেগুলো উন্নতি করা।”
সাইফের কাছে প্রশ্ন গেল, এশিয়ান গেমসে অধিনায়ক হওয়ার ব্যাপারে তাঁর নাম শোনা যাচ্ছে। যদিও এই ক্রিকেটার জানালেন, এমন কোন মেসেজ এখনো তিনি পাননি। যদি সুযোগ পান, সেক্ষেত্রে অবশ্যই ভাল করার চেষ্টা তাঁর থাকবে। তবে তথ্য দিলেন, শ্রীলঙ্কায় খেলা ইমার্জিং এশিয়া কাপের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ দলের মূল এশিয়া কাপ যাত্রায় কেমন হতে পারে সেখানকার কন্ডিশন ও উইকেট, সে নিয়ে।
“আমার মনে হয়, ওখানে কন্ডিশন কিছুটা আমাদের দেশের মতো। আমরা শেষবার যখন খেললাম, উইকেট কিছুটা টার্নিং ছিল। সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি থাকে। আমার মনে হয়, নরমালি কন্ডিশন একইরকম থাকে। যদি আমরা দ্রুত মানিয়ে নিতে পারি, ভালো কিছু হবে।”
শ্রীলঙ্কার উইকেট ব্যাটিং সহায়ক ও বেশি রান হওয়ার ব্যাপারে সাইফের ইঙ্গিত থাকছে। জাতীয় দলকেও সে অনুযায়ী চিন্তাভাবনা করতে হবে বলে তিনি মনে করেন। তবে খেলোয়াড়েরা বেশ ভাল ছন্দে আছে বলে সাইফের বিশ্বাস; তাই চ্যালেঞ্জটা কাটিয়ে ওঠা সহজই হবে।