

ভারত ও আয়ারল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত ৩৩ রানে জয় পেয়েছি। জাসপ্রীত বুমরাহ’র অধিনায়কত্বে এই জয়ে আইরিশদের বিপক্ষে সিরিজ জিতে নিল সফরকারী দল ভারত। নতুনদের নিয়ে গড়া দল নিয়ে বেশ উচ্ছ্বাস রয়েছে অধিনায়কের। বুমরাহ নিজেও ক্রিকেটে ফিরলেন দীর্ঘ দিন পর। আইপিএল মাতানো রিংকু সিং দ্বিতীয় ম্যাচে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ম্যাচ শেষে জানিয়েছেন নিজের অনুভূতির কথাও।
প্রথমে ব্যাট করতে নামা ভারতীয় দল ৫ উইকেট হারিয়ে ১৮৫ রানে নিজেদের ইনিংস থামায়। সেই ইনিংসে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা রিংকু সিং নিজের ইনিংসটাও রাঙিয়ে নিতে ভুল করেননি। সুযোগ পেয়েছিলেন ব্যাট করতে। ফিনিশিং রোল পালন করতে সিদ্ধহস্ত রিংকু খেলেন ২১ বলে ৩৮ রানের ইনিংস। যেখানে ২ চার ও ৩ ছয়ের মার ছিল। পরবর্তীতে আয়ারল্যান্ড ৮ উইকেট হারিয়ে ১৫২ এর বেশি করতে পারেনা। ফলে ৩৩ রানের জয় মেলে ভারতীয় দলের।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলার সময় রিংকু যেভাবে ফিনিশিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিত, জাতীয় দলেও সেই ভূমিকায় তাঁকে দেখা যাচ্ছে। যার প্রমাণ, নিজের খেলা দ্বিতীয় ম্যাচেই রিংকু উপস্থাপন করলেন। সেই উপস্থাপন এতই ভাল হলো যে, ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডও জিতে নিলেন তিনি।
ম্যাচ শেষে রিংকু বলেন,
‘আমি খুব ভালো বোধ করছি। আমি আইপিএলে যা করেছি, সেটাই করার চেষ্টা করছিলাম। আমি বেশ আত্মবিশ্বাসী ছিলাম এবং শান্ত থাকার চেষ্টা করেছি।’
বুমরাহ তখন রিংকুর অনুবাদকের কাজ করছেন। মজার ছলে জিজ্ঞেস করলেন, “তুমি কী অধিনায়কের কথা শোন?” রিংকু হাসলেন, এরপর উত্তরে বলেন, “আমি অধিনায়কের কথা শুনি। আমি ১০ বছর ধরে খেলছি। আমার সকল প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে।”
বুমরাহ নিজেও তরুণ দল নিয়ে আশাবাদ প্রকাশ করলেন। পাশাপাশি বললেন, “আসলে, সবাই সবার মতো কাজ করে যাচ্ছে। আপনি যদি ব্যাগ ভর্তি আশা নিয়ে খেলেন, তবে আপনি চাপে পড়বেন। আপনার আশাগুলো একপাশে রাখতে হবে। আপনি আপনার প্রতি ১০০ ভাগ ন্যায্যতা করছেননা, যদি আপনি অনেক বেশি আশা নিয়ে খেলতে থাকেন।”