

আসন্ন এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৩০ আগস্ট। অবশেষে ভারতের দল ঘোষণা। তিলক ভার্মার ডাক, চোট কাটিয়ে ফিরলেন দলে ফিরলেন লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার। তবে নেই অভিজ্ঞ দুই স্পিন উইজার্ড চাহাল-অশ্বিন।
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য আজ এক বিবৃতিতে দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ১৭ সদস্যের এই দলে চমক হিসেবে ডাক পেলেন তিলক ভার্মা।
দল ঘোষণার জন্য আগের দিন বৈঠকে বসবেন নির্বাচক কমিটির চেয়ারম্যান ও অধিনায়ক রোহিত শর্মা।
এশিয়া কাপের দল ঘোষণার আগে বোর্ডের নির্বাচক কমিটিকে সবচেয়ে বেশি ভাবনায় রাখে লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ার। দু’জনই চোট পেয়ে অস্ত্রোপচারের পর রিহ্যাবের জন্য এনসিএ-তে রয়েছেন। ফিটনেস সন্তোষজনক হওয়ায় তাদের নিয়েই এশিয়া কাপ মিশনে যাবে ভারত।
রিজার্ভ হিসেবে স্কোয়াডের সাথে থাকবেন ব্যাটার সাঞ্জু স্যামসন।
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান আরও একবার একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই দুই দলের মধ্যে ২ সেপ্টেম্বর মহাযুদ্ধের আয়োজন করা হয়েছে। এরপর ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে নামবে ভারতীয় দল।
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, শুবমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, সুরিয়াকুমার যাদব, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণা।
রিজার্ভ- সাঞ্জু স্যামসন।