সাকিবের সঙ্গে শীর্ষস্থানে বসলেন সাউদি

সাকিব রাশিদ সাউদি
Vinkmag ad

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসানের সাথে এবার বসলেন নিউজিল্যান্ডের টিম সাউদি। এই দুইয়ের মধ্যে শীর্ষস্থানে থাকার প্রতিযোগিতা চলছে অনেকদিন ধরেই। আরব-আমিরাতের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া সিরিজের প্রথম দুই ম্যাচেই ৬ উইকেট শিকার করে সাউদির মোট উইকেট এখন সাকিবের সমান ১৪০।

সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই সাউদির শিকার ৫ উইকেট, পরের ম্যাচে ১ উইকেট। ১৩৪ থেকে সাউদির হয়ে গেল ১৪০ উইকেট। ১১৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সাকিবের দখলে আগে থেকেই ১৪০ উইকেট। এবার তারা যৌথভাবে হলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারের টপার।

সাকিব-সাউদির পরেই রাশিদ খানের নাম। আফগান এই স্পিন উইজার্ড মাত্র ৮২ ইনিংসেই ঝুলিতে নিয়েছেন মোট ১৩০ উইকেট। পরের স্থানে আরেক কিউই বোলার ইশ সোধি, যার দখলে ১১৮ উইকেট। শ্রীলঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গা ৮৩ ইনিংস খেলে পেয়েছেন ১০৮ উইকেট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট-

সাকিব আল হাসান- ১৪০ উইকেট, ১১৫ ইনিংস

টিম সাউদি- ১৪০ উইকেট, ১০৮ ইনিংস

রাশিদ খান- ১৩০ উইকেট, ৮২ ইনিংস

ইশ সোধি- ১১৮ উইকেট, ৯৫ ইনিংস

লাসিথ মালিঙ্গা- ১০৭ উইকেট, ৮৩ ইনিংস

৯৭ ডেস্ক

Read Previous

বি-লাভ ক্যান্ডি এলপিএলের নতুন চ্যাম্পিয়ন

Read Next

ভারতের এশিয়া কাপের দল ঘোষণা

Total
0
Share