

ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কর নিয়ে কিছুদিন আগে বেশ আলোচনা, বলা ভাল, সমালোচনা হয়ে গেল। মূলত তাঁর আচরণ, যা ক্রিকেট-সুলভ ছিল না, সেসব নিয়েই কথা হয়েছে। সম্প্রতি হারমানপ্রীত ‘দ্য হান্ড্রেড’ খেলতে ইংল্যান্ডে আছেন। সেখানে সাইডলাইন থেকে এক ইন্টারভিউতে মন্তব্য করেছেন, বাংলাদেশে সংগঠিত সেই ঘটনা নিয়ে তিনি একেবারেই অনুতপ্ত নন।
বাংলাদেশে খেলতে এসেছিল ভারতীয় নারী দল। সেই দলের অধিনায়ক ছিলেন হারমানপ্রীত কর। প্রথম দুই ওয়ানডেতে ছিল সিরিজ সমতা। শেষ ওয়ানডে টাই হওয়ার ফলে সমতাতেই শেষ হয় সে সিরিজ। তবে সেই ম্যাচে হারমানপ্রীত নানা কাণ্ড ঘটান। তা খেলা থেকে শুরু করে, খেলা পরবর্তী সময়েও। যার জন্য ম্যাচ ফি জরিমানা থেকে শুরু করে, ম্যাচ নিষিদ্ধের মত শাস্তির মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
হারমানপ্রীতের সেই ঘটনা নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। তবে যাকে নিয়ে আলোচনা তাঁর মুখ থেকে তেমন কিছু শোনা যাচ্ছিল না। এবার ‘দ্য হান্ড্রেড’ খেলতে ইংল্যান্ডে যখন এই ক্রিকেটার, তখন তিনি সেই আলোচিত ঘটনা নিয়ে মুখ খুললেন ম্যাচ চলাকালীন সময়ে।
হারমানপ্রীত বলেন,
‘আমি একথা বলব না, আমার কোন কিছু নিয়ে অনুতাপ আছে। কারণ দিনশেষে খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন নিরপেক্ষতা দেখতে। একজন খেলোয়াড় হিসেবে আপনার নিজেকে প্রকাশ করার এবং কি অনুভব করছেন তা প্রকাশের অধিকার আপনার আছে।’
তিনি আরো বলেন,
‘আমার মনেহয় না, আমি কোন খেলোয়াড় বা কাউকে কোন ভুল কিছু বলেছি। আমি শুধু মাঠে যা হয়েছে, তাই বলেছি। আমি কোন কিছু নিয়ে অনুতপ্ত নই।’
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙ্গা ও পরবর্তীতে খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের সাথে অশোভন আচরণ ও সংলাপ চালানোর কারণে, হারমানপ্রীত ম্যাচ ফি- এর ৫০ ও ২৫ শতাংশ জরিমানায় পড়েন। এছাড়াও দুইটি ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। যার ফলে, এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচ হয়তো খেলতে পারবেননা এই ভারতীয় অধিনায়ক।