

আফগানিস্তান বনাম পাকিস্তান; তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হচ্ছে আগস্টের ২২ তারিখ থেকে। ভেন্যু-দেশ হিসেবে ঠিক করা হয়েছে শ্রীলঙ্কা। মূলত আফগানিস্তানের ‘হোম’ ভেন্যু হিসেবেই কাজ করছে এটি। এশিয়া কাপের আগে দুই দেশের এই সিরিজ কাজে দিবে নিজেদের প্রস্তুতি সারতে। খুব সম্প্রতি ঘোষণা হয়েছে এই সিরিজে যারা ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন, তাঁদের নাম। সেখানে আছেন একজন বাংলাদেশী, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাংলাদেশের ঘরের মাঠে একজন পরিচিত মুখ তিনি।
শহীদ সৈকতের আম্পায়ারিংয়ের অভিষেক হয় ২০০৭ সালে, একটি প্রথম শ্রেণীর ম্যাচে। ২০১০ সালের জানুয়ারি মাসে প্রথমবারের মত আন্তর্জাতিক আম্পারিংয়ে অভিষেক হয় সৈকতের। ম্যাচটা ছিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার। এরপর সৈকতের অভিজ্ঞতা হয়েছে নানা জায়গায়। করেছেন নারী বিশ্বকাপে আম্পায়ারিং। যুব বিশ্বকাপেও হয়েছে অভিজ্ঞতা। করোনাকালে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালনের পর, আইসিসি থেকে ইমার্জিং আম্পায়ারের খেতাব জোটে সৈকতের কাছে।
এবার ঘরের বাইরে দ্বিপাক্ষিক সিরিজে দায়িত্ব পালনের সুযোগ এসেছে সৈকতের কাছে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ; সেখানে আম্পায়ার হিসেবে দেখা যাবে এই বাংলাদেশি আম্পায়ারকে। শহীদ সৈকত ছাড়াও, ম্যাচ রেফারি হিসেবে সেখানে থাকবেন; রঞ্জন মাদুগাল্লে। আম্পায়ার হিসেবে; বিসমিল্লাহ জান, ইজাত সাফি, আহমাদ দুররানি, নিতিন মেনন থাকবেন।
আগস্টের ২২, ২৪ ও ২৬ তারিখ ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে দল দু’টি।