ভারতের চেয়ে পাকিস্তানের মিডল-অর্ডার ভালো: বাসিত আলী

বাসিত
Vinkmag ad

ভারতের মিডল-অর্ডার নিয়ে বেশ আলোচনা চলছে শেষ কিছুদিন থেকে। সামনে এশিয়া কাপ, এরপর আছে বিশ্বকাপ। আলোচনা হওয়া অত্যন্ত স্বাভাবিক। কারণ মিডল-অর্ডারে যে ব্যাটসম্যানেরা খেলবেন, তাঁদের আছে ইনজুরির সমস্যা। চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়া চলমান। নতুন যাদের চেষ্টা করা হচ্ছে, তাঁদের দিয়েও খুব বেশি ভরসা করতে পারছেনা ম্যানেজমেন্ট। এবার ভারতের মিডল-অর্ডার নিয়ে মন্তব্য করলেন সাবেক পাকিস্তানি ব্যাটার বাসিত আলী।

বাসিত আলী পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান। ভারতের মিডল-অর্ডার পর্যবেক্ষণ করে তিনি বলেছেন, ভারতের চেয়ে পাকিস্তানের মিডল-অর্ডার বেশি ভাল ও শক্ত। আসন্ন এশিয়া কাপে লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ার-কে নিয়ে কিছু দ্বিধা তৈরি হয়েছে। তবে রাহুলের ফিরছেন, তা অনেকটা নিশ্চিত। আয়ারের হয়তো আরো কিছুটা সময় লাগবে। ঋশভ পন্ত, তিনিও আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। নতুন কাউকে চেষ্টা করা হবে কি না, ৪ ও ৫ নম্বর পজিশনে- সেটাও এক আলোচনা।

বাসিত আলী বলেন,

‘আমাদের বাবর, ফখর, ইমাম ও রিজওয়ান আছে উপরে। ইফতিখার ও সালমান আলী আছেন মাঝখানে এবং শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ নিচের দিকে মেরে খেলতে পারে। তুলনামূলক, ভারতের চেয়ে আমাদের মিডল-অর্ডার ভাল। যদি ইশান কিষান ৫ নম্বরে খেলে, ভাগ্য সহায় হলে। ধারণা নেই, সে সেখানে কেমন খেলবে। ভারত তিলক ভার্মাকেও তিনে চেষ্টা করতে পারে এবং কোহলিকে নম্বর চারে আনতে পারে।’

বাসিত আরো যোগ করেন, ‘ভারত সমস্যায় পড়বে নম্বর ৪,৫ ও ৬ নিয়ে। তাঁদের দারুণ ব্যাটার আছে উপরের দিকে; রোহিত শর্মা, শুবমান গিল, ভিরাট কোহলি। ভারত এই তিনজনের উপর নির্ভর করবে। তাঁরা যদি পারফর্ম করে, ওয়ার্ল্ড কাপ ও এশিয়া কাপে ভারতকে হারানো কঠিন হয়ে যাবে।’

আগামীকাল (সোমবার) এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষনা হবে বলে জানা যায়। দীর্ঘ সময় বাদে ক্রিকেটে ফেরা জাসপ্রীত বুমরাহ এশিয়া কাপে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন বলে জানা যাচ্ছে। আগামীকাল দল ঘোষণা হলে, ভারতের মিডল-অর্ডার নিয়ে ধারণা পাওয়া যাবে।

৯৭ ডেস্ক

Read Previous

বিশ্বকাপের সূচি বদলানোর অনুরোধ হায়দ্রাবাদ ক্রিকেটের

Read Next

কঠিন চ্যালেঞ্জের মুখে হার্দিক, বুমরাহ হতে পারেন সহ-অধিনায়ক

Total
0
Share