

ফের বদলাতে পারে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সূচি। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ) নিশ্চিত করেছে যে তারা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করেছে বিশ্বকাপের ব্যাক-টু-ব্যাক ম্যাচগুলি পুনর্বিবেচনা করার জন্য।
আইসিসির প্রকাশিত নতুন সূচি অনুযায়ী ৯ এবং ১০ অক্টোবর পরপর দু’টি ম্যাচ আয়োজন করতে হবে হায়দ্রাবাদকে। উপলের রাজীব গান্ধি স্টেডিয়ামে প্রথম ম্যাচটিতে নামবে নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস। দ্বিতীয় ম্যাচটি পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার।
একবার সূচি পরিবর্তন করে নতুন সূচি ঘোষণা করে আইসিসি। আর এতেই নতুন বিপত্তি। আগের সূচি অনুযায়ী, পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি ১২ অক্টোবর হওয়ার কথা ছিল। কিন্তু ভারত বনাম পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে আসায় ১২ অক্টোবরের পরিবর্তে ১০ তারিখে বদলে দেওয়া হয় পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচ।
বিসিসিআইকে চিঠি দিয়ে দুটি ম্যাচের মধ্যে পর্যাপ্ত সময় রাখার অনুরোধ জানিয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এইচসিএ বিসিসিআইকে সতর্ক করেছে যে হায়দ্রাবাদ পুলিশ দুটি ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার বিষয়ে উদ্বিগ্ন।
২৫ আগস্ট বিশ্বকাপের প্রথম ব্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার পাঁচ দিন আগে এইচসিএ নতুন করে সমস্যা সামনে নিয়ে এল। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য এটি উদ্বেগের বিষয়, এবং তারা বিসিসিআই-এর নজরে এনেছে সমস্যা। বোর্ডকে জিজ্ঞাসা করেছে তারিখগুলি সামঞ্জস্য করা যায় কিনা।