

ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষ্যে বেন স্টোকসের ফিরে আসা খুব ভাল নজরে দেখছেননা সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। পেইন বেশ রূঢ় স্বরেই স্টোকসের ফিরে আসা নিয়ে মন্তব্য করেছেন। স্টোকসের চাওয়া, এরপর ফিরে আসা এবং বড় টুর্নামেন্ট খেলা; পাশাপাশি দলের নিয়মিত খেলোয়াড়দের সুযোগ নষ্ট করা, এভাবেই ব্যাপারগুলো দেখেছেন এই সাবেক অজি অধিনায়ক।
খেলোয়াড়দের অবসর ভেঙ্গে ফিরে আসার ঘটনা শেষ কিছুদিন বেশ কিছুবার দেখা গেল। তামিম ইকবাল, মঈন আলি, মনোজ তিওয়ারি; এখন বেন স্টোকস। মঈন তো অ্যাশেজ খেলে আবার নিজের বিদায় বলেছেন। বেন স্টোকস গতবছর ওয়ানডে ক্রিকেট থেকে নিয়েছিলেন বিদায়। সেই বিদায়ের পর আবার নতুন করে ওয়ানডেতে ফিরে এসেছেন। যা শোনা যাচ্ছিল সাদা বলের অধিনায়ক জস বাটলার ও কোচ ম্যাথিউ মটের কণ্ঠেও।
স্টোকসের এই ফেরা নিয়ে ইংলিশরা বেশ উচ্ছ্বাস দেখাচ্ছে, তা সত্য। তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন দেখালেন এর অন্য পৃষ্ঠা। তিনি কিছুটা নেতিবাচক দৃষ্টি দিয়েই এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন।
“বেন স্টোকস ওয়ানডে অবসর থেকে ফিরে এসেছে, ব্যাপারটা আমার কাছে ‘ইন্টারেস্টিং’ লেগেছে। এটা অনেকটা, ‘আমি, আমি, আমি’, এমন কিছু না? এমনই ছিল। আমি দেখছি, আমি ঠিক করছি- আমি কোথায় খেলতে চাই, কখন খেলতে চাই। এবং ‘আমি বড় টুর্নামেন্টগুলি খেলব’, যারা ১২ মাস ধরে খেলছে, ‘দুঃখিত, ধন্যবাদ। কিন্তু তোমরা কী একটু যেতে পার এবং একটু বেঞ্চে বসো কারণ আমি এখন খেলতে চাই?”- এমন সুরেই স্টোকসের এই সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেন পেইন
অবশ্য সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন পেইনের এই মন্তব্যকে ‘রিডিকিউলাস’ হিসেবে আখ্যায়িত করেছেন। স্টোকসকে ভন মনে করেন, সবচেয়ে স্বার্থহীন একজন খেলোয়াড়; যে কি না নিজের আগে সবসময় দলের চিন্তা করে খেলেছেন। এ ব্যাপারে নিজের টুইটার একাউন্টেও পোস্ট করেছেন ভন।