

২০২৪ আইপিএলের জন্য দলগুলো নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে খুব আগে-ভাগেই। কোচ নিয়োগসহ যাবতীয় কর্মগুলো করতে দেখা যাচ্ছে দলগুলোকে। শ্রীলঙ্কান সাবেক ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে ফিরছেন। শেন বন্ডের পরিবর্তে আগামী আইপিএল আসর থেকে মালিঙ্গার কাঁধে থাকবে মুম্বাইয়ের ফাস্ট বোলিং কোচিংয়ের দায়িত্ব।
গত ৯ আসর থেকে সাবেক নিউজিল্যান্ড ফাস্ট বোলার শেন বন্ড ছিলেন মুম্বাইয়ের ফাস্ট বোলিং কোচ। তবে মালিঙ্গার সাবেক আইপিএল দল মুম্বাইয়ে মালিঙ্গা আবারো ফিরছেন সামনের আসর থেকেই। এর আগেও মুম্বাইয়ের কোচিং প্যানেলে ছিলেন মালিঙ্গা।
২০২১ সালে অবসরে যাওয়ার পর রাজস্থান রয়েলসের হয়ে ফাস্ট বোলিং কোচের দায়িত্ব পালন করেন মালিঙ্গা। ২০২২ সালে যোগ দিয়ে আইপিএলের ২ আসর সে দায়িত্বে ছিলেন এই শ্রীলঙ্কান। এর আগে ২০১৮ সালে মুম্বাইয়ের হয়ে মেন্টরের দায়িত্ব পালন করেছিলেন মালিঙ্গা।
সবমিলিয়ে মুম্বাইয়ের হয়ে ৫ টি টাইটেল জিতেছেন লাসিথ মালিঙ্গা। চারবার আইপিএল; ২০১৩, ২০১৫, ২০১ ৭, ২০১৯ এবং একবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি; ২০১১ সালে। এই ফাস্ট বোলার মুম্বাইয়ের হয়ে ১৩৯ টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ১৯৫ টি উইকেট, ইকোনমি ৭.১২, এরমধ্যে ১০ টি উইকেট এসেছে আইপিএল থেকে। যৌথভাবে ৬ষ্ঠ সর্বোচ্চ উইকেট-শিকারি বোলার তিনি আইপিএল ইতিহাসে।
শেন বন্ড ২০১৫ সালে মুম্বাইতে যোগ দিয়েছিল। বর্তমানে বন্ড আরব আমিরাতের লিগে এমআই এমিরেটসের হেড কোচ হিসেবে রয়েছেন। এই দায়িত্বে তিনি থাকবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই লিগের আসরটি এবছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল। এমআই এমিরেটস সেই আসরে ৬ দলের মধ্যে তৃতীয় হয়ে নিজেদের টুর্নামেন্ট শেষ করে। তবে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে লাসিথ মালিঙ্গার নতুন করে যোগদান, দলটির শক্তিমত্তা বাড়াতে ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে।