

এশিয়ান গেমসের অধিনায়ক এখনো ঠিক হয়নি। চীনে আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমস শুরু হচ্ছে। বাংলাদেশ থেকে একটি দল সেখানে অংশ নিবে। ইমার্জিং এশিয়া কাপে নেতৃত্ব দেওয়া সাইফ হাসান এশিয়ান গেমসেও অধিনায়কের দায়িত্বে থাকতে পারেন, এরকম মনে করা হচ্ছে। এছাড়াও আরো নাম রয়েছে। তবে এশিয়ান গেমসের দল থেকে নিউজিল্যান্ড সিরিজের দলে সুযোগ পাওয়ার তেমন সম্ভাবনা নেই বলে, আজ (১৯ আগস্ট) সাংবাদিকদের সাথে আলোচনায় জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
অধিনায়ক এখনো ঠিক হয়নি দলের। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ- এসব নিয়ে ব্যস্ততায় এশিয়ান গেমসের জন্য সময় দেওয়া ও খেলোয়াড় নির্বাচন করা খুব কঠিন হয়ে পড়েছে। তবে নির্বাচকরা এশিয়ান গেমসের ব্যাপারে বেশ সচেতন ও আগ্রহ দৃষ্টি রাখছে। এবারের এশিয়ান গেমসের আসর হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। সেদিকটাও ভাবছেন নির্বাচকরা। তবে অধিনায়ক কাকে দিবেন তা এখনো ঠিক হয়নি, কিন্তু সাইফ হাসানের সম্ভাবনা সেক্ষেত্রে কিছুটা বেশি, জানিয়েছেন হাবিবুল বাশার।
“অধিনায়ক ঠিক করার ক্ষেত্রে কিছুটা সময় নিতে হয়েছে। কারণ এশিয়া কাপ ও বিশ্বকাপের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে। একবার পরিবর্তন করতে হয়েছে। কারণ এশিয়া কাপের দলটা দেওয়ার আগে আমরা এশিয়ান গেমসের দল ঠিক করতে পারছিলাম না। এশিয়া কাপ, বিশ্বকাপের তো একটা অগ্রাধিকার তো থাকবেই। সেজন্য আমাদের দলটা পরিবর্তন করতে হয়েছে। সবশেষ ইমার্জিংয়ে সাইফ হাসান অধিনায়ক ছিলেন। এখনও আমরা (এশিয়ান গেমসের অধিনায়ক) ঠিক করিনি। তবে তার সম্ভাবনা বেশি। সাইফ হাসান ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটার আছে, যাদেরকে অধিনায়কত্ব দেওয়া যেতে পারে। সেটা আমরা ঠিক করিনি।“
সাইফ হাসান ছাড়াও আরো কয়েকজনের সম্ভাবনা রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে। সেপ্টেম্বরে এশিয়ান গেমসের পাশাপাশি আছে নিউজিল্যান্ড সিরিজ। এশিয়ান গেমসে খেলা দলের কেউ কিউই সিরিজ খেলার সম্ভাবনা দেখছেননা সুমন। এশিয়ান গেমসের দলকে বেশ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে এক্ষেত্রে।
“এশিয়ান গেমসের দলে যারা, তারা এশিয়ান গেমসেই থাকবে। তারা আসলে নিউ জিল্যান্ড সিরিজটা খেলার সম্ভাবনা কম। কারণ এশিয়ান গেমস দলটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেশের হয়ে খেলা। সেটাকে আমরা সেভাবেই গুরুত্ব দিচ্ছি। আমাদের ক্রিকেটারদের গ্রুপটা যদি দেখেন, একটা নির্দিষ্ট গ্রুপের ক্রিকেটাররাই কিন্তু সব জায়গায় খেলছে না। আমাদের যে পুলটা আছে, তাদের মধ্য থেকেই হচ্ছে। এভাবেই আসলে করা হবে। এশিয়ান গেমসের দলটা একবার হয়ে গেলে আমরা আর চেঞ্জ করব না।“