

আগামী সেপ্টেম্বরে চীনে শুরু হচ্ছে এশিয়ান গেমসের আসর। বাংলাদেশ ক্রিকেট থেকেও একটা দল অংশ নিচ্ছে এতে। নির্বাচক হাবিবুল বাশার সুমন আজ মিরপুরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। যেখানে তিনি উত্তর দিয়েছেন বাংলাদেশের এশিয়ান গেমসের দল ও পরিকল্পনা নিয়ে।
সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য ২-৩ মাস আগেই লম্বা একটা গ্রুপ তৈরি করতে হয়েছিল। সেসময় ৩০ জনের দল করা হয়েছিল। তখন বয়সের একটা বাঁধা ছিল, নিয়ম ছিল। এখন সেটা নেই। এশিয়ান গেমসের দলটি তুলনামূলক তরুণ খেলোয়াড় দিয়েই সাজানোর চেষ্টা করা হয়েছে।
“এশিয়ান গেমসের জন্য নিয়ম অনুযায়ী একটা লম্বা গ্রুপ দিতে হয়েছিল, ২-৩ মাস আগেই। বড় ৩০ জনের একটা গ্রুপ পাঠানো হয়েছিল নিয়ম অনুযায়ী। আমরা সবশেষ যে এসএ গেমস খেলেছি, সেখানে এইচপির মতো প্রক্রিয়া ছিল। যেখানে ৪ জন ওভার-এজ প্লেয়ার খেলতে পারবে। বাকিরা অনূর্ধ্ব-২৩। তো সেটা মাথায় রেখেই আমরা ৩০ জনের দলটা করেছিলাম। তবে এখন আর বয়সের বাধাটা নেই, উঠিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা সেখানেই থাকার চেষ্টা করছি। তুলনামূলক তরুণ ক্রিকেটার নিয়েই দল করার চেষ্টা করেছি।“- হাবিবুল বাশার সুমন সাংবাদিকদের এসব কথা জানান
এর আগে এশিয়ান গেমসে গোল্ড জেতার রেকর্ড রয়েছে বাংলাদেশ দলের। বাশার জানালেন, সেটার পুনরাবৃত্তি হলে ভাল লাগবে। সবমিলিয়ে ভাল করার চেষ্টা থেকেই দল গোছানোর কাজটা করেছেন নির্বাচক প্যানেল। পদকে চোখ রাখা নাকি দলের ব্যাকাপ খেলোয়াড়দের সুযোগ দেওয়া এমন প্রশ্নও এসেছে বাশারের কাছে।
“দুটোই। আমি বলব, দুটোই ছিল আমাদের ভাবনায়। কারণ টি-টোয়েন্টিতে দেখেন, আমরা সবশেষ বিশ্বকাপ থেকেই আমরা কিন্তু একটা ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করি। আমরা যদি সবশেষ বিশ্বকাপের দিকে তাকাই, বর্তমান ও ভবিষ্যতকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। পরের বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি দলটা তৈরি হচ্ছে। সম্প্রতি টি-টোয়েন্টিতে আমাদের ফর্ম কিন্তু বেশ ভালো। গত ইংল্যান্ড সিরিজ থেকে আমরা কিছু ফল পাওয়া শুরু করেছি। শুধু ভবিষ্যতের ব্যাপার নয়। আমরা যাদের নিয়েছি, তারা কিন্তু বর্তমানেও ভালো খেলছে।“
এবারের এশিয়ান গেমস হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। বাংলাদেশ দল এখন বিশ ওভারের খেলায় উন্নতি করছে, এমন দৃশ্য দেখা যায়। আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের কথাও মাথায় আছে নির্বাচকদের। যার একটা প্রস্তুতি হতে পারে এবারের এশিয়ান গেমস।