নিউজিল্যান্ড সিরিজে তামিমকে ফিরে পাওয়ার আশা সুমনের

তামিম ইকবাল লিটন দাস
Vinkmag ad

তামিম ইকবালকে বিশ্বকাপে পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। সাবেক এই ওয়ানডে অধিনায়ক নিজেকে প্রস্তুত করতে সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছে, বলে জানা যায়। বর্তমানে বাংলাদেশের ওপেনিং স্লট কিছুটা চিন্তায় ফেলেছে কি না, সেরকম প্রশ্নও ঘুরেফিরে আসছে। লিটন দাসের অফ ফর্ম শুধু একটা ‘ব্যাড প্যাচ’ হিসেবেই দেখছেন নির্বাচক সুমন। আজ কথা বলেছেন মিরপুরে, সাংবাদিকদের সাথে।

কিছুদিন আগে অবসরে গিয়ে আবার অবসর থেকে ফিরেছেন তামিম ইকবাল। তবে একেবারে সদ্য সাবেক হয়েছেন অধিনায়কত্বের ব্যাপারে। খেলছেননা এশিয়া কাপ। বিশ্বকাপের দলে তামিম থাকবেন, এমনটাই আশা করা হচ্ছে। নির্বাচক হাবিবুল বাশার তো মনে করেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই তামিমের ফেরার আশা দেখছেন তিনি।

“তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতাটা, তামিমের পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছেন, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।“

“আমার সঙ্গে আজকে দেখা হয়নি। আমি পরে যাবো। শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছেন। আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা নিগেলস থাকবে। সেটা তামিম জানেন। সেই ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। তবে সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার। তার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে আমাদের ভালো করার জন্য।“

এশিয়া কাপে ওপেনিং নিয়ে কনসার্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন সুমন। লিটন দাসের ফেরার ব্যাপারেও ইতিবাচক এই নির্বাচক। লিটনের বিষয়টি শুধু একটি ‘ব্যাড প্যাচ’ হিসেবেই মনে করা হচ্ছে। অন্যরা; নাঈম শেখ, তাঁদের ব্যাপারেও সময় দিতে আগ্রহী তিনি।

“আমার মনে হয় না কনসার্ন হওয়ার কিছু আছে। আমাদের লক্ষ্য একদম পরিষ্কার। আমরা যে ক্রিকেটটা খেলার চেষ্টা করছি। যদি দেখেন, আমাদের খেলার ধরনটা কিন্তু বদলেছে। আমরা যে ফিয়ারলেস ক্রিকেট খেলার কথাটা বলছিলাম, সেটা কিন্তু আমরা গত ২-৩ সিরিজ ধরে খেলছি। আমাদের পারফরম্যান্সে দেখতে পারবেন। এতে করে যদি ১-২ ম্যাচ রান নাও করেন, আপনাকে আপনার দল ব্যাক করবে। সেই আত্মবিশ্বাস দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।“

“লিটন দাস ক্লাস ক্রিকেটার। বড় মাপের ক্রিকেটার। আমি চাইব যে, এই অফ ফর্মটা, আমি নিশ্চিত ও সময়মতো কাটিয়ে উঠবে। অনেক সময় হয় না, অনেক ভালো ফর্মে থাকতে থাকতে… ক্রিকেটারদের তো ব্যাড প্যাচ আসে।আমি মনে করি ওর এখন ব্যাড প্যাচ চলছে। সামনে ঠিক হয়ে যাবে। আর যারা আছে, নাঈম শেখ পুরোনো ক্রিকেটার। আগেও খেলেছেন। হয়তো ফিরে এসেছেন অনেক দিন পরে। যখন একজন ক্রিকেটার অনেক দিন পর ফিরে আসে, তাকে একটু সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ। তাদের স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই। সবাই স্কিলফুল প্লেয়ার। বড় মঞ্চে তাদের ভালো খেলার সম্ভাবনা বেশি, আমি বিশ্বাস করি।“

৯৭ প্রতিবেদক

Read Previous

এশিয়া কাপের ধারাভাষ্যে বাংলাদেশের কেবল শামীম আশরাফ

Read Next

এশিয়ান গেমস নিয়ে দলের ভাবনা জানালেন হাবিবুল বাশার

Total
0
Share