

জাসপ্রীত বুমরাহ’র জন্য ছিল ফেরার ম্যাচ। আইরিশদের বিরুদ্ধে নিজের ফেরার ম্যাচ রাঙিয়ে রাখলেন এই পেসার ও অধিনায়ক। ১৪০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নমা ভারতীয় দল ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তুললে বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু হয়নি। তবে ২ রান এগিয়ে থাকা ভারত, বৃষ্টি আইনে ম্যাচ জিতে নেয়।
টসে জিতে ভারতীয় অধিনায়ক বুমরাহ ফিল্ডিং করার সিদ্ধন্ত নেয়। বুমরাহ প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছিল। এই ম্যাচে আইপিএল মাতানো রিংকু সিংয়ের অভিষেক ঘটে। পাশাপাশি টি-টোয়েন্টি দলে প্রসিদ কৃষ্ণার অভিষেক হয়।
বুমরাহ নিজের প্রথম ওভার করতে এসেই অ্যান্ড্রু বালবার্নি ও লরকান টাকারের উইকেট তুলে নেন। সংকেত দেন ভালো শুরুর। প্রসিদ নিজের প্রথম ওভার করতে এসেও উইকেট তোলেন। অভিষিক্ত প্রসিদের বলে হ্যারি টেক্টর ফিরে যান। এরপর জর্জ ডকরেলকে যখন শিকার করলেন প্রসিদ, তখন আইরিশদের দলীয় সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩১ রান। এর আগে পল স্টার্লিং শিকার হয়েছেন রবি বিষ্ণুই’য়ের বলে। মার্ক অ্যাডায়ারও টেকেননি, বিষ্ণুইয়ের বলেই লেগ বিফোর হয়ে ফিরেছেন ১৬ রান করে৷ ৫৯ রানেই ৬ উইকেট হারিয়ে তখন দিশেহারা স্বাগতিক দল।
পরবর্তী ব্যারি ম্যাকার্থি ও কার্টিস ক্যাম্ফারের ৫৭ রানের জুটি দলকে রক্ষা করে। কার্টিস ফেরেন ৩৯ রানে। ম্যাকার্থি ক্রেইগ ইয়াংয়ের সাথে ব্যাট চালিয়ে আরো ২৩ রানের জুটি গড়েন। ম্যাকার্থি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৩ বলে ৫১ রানে। আইরিশরা তাঁদের ইনিংস শেষ করে সব ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রানে।
১৪০ রানের লক্ষ্য নিয়ে রুতুরাজ গায়কোয়াড়ের সাথে ব্যাটে নামেন ইয়াশভি জাইসাওয়াল। দুজনে ধীরেসুস্থেই খেলছিলেন। টুকটাক খেলে, বাউন্ডারি মেরে ক্রেইগ ইয়াংয়ের এক ওভারেই জাইসাওয়াল ও তিলক ভার্মা দুজনেই ফিরে যান৷ তখন দলের রান ২ উইকেট হারিয়ে ৪৭৷ জাইসাওয়াল ফেরেন ২৪ রানে। রুতুরাজ মাঠে ছিলেন ১৬ বলে ১৯ করে, সাঞ্জু স্যামসন মাত্র এসে ১ রান করেছেন। সেসময় বৃষ্টি নেমে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর সে খেলা মাঠে গড়ায়নি৷
৬.৫ ওভারের সেই বন্ধ হওয়া খেলাতে বৃষ্টি আইনে ২ রানে এগিয়ে ছিল ভারত। সে থেকেই ম্যাচটি জিতে নেয় সফরকারী দল। ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করল বুমরাহ’র দল।
৪ ওভার করে ২৪ রান দিয়ে ২ উইকেট নেওয়া বুমরাহ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২০ আগস্ট, রবিবার অনুষ্ঠিত হবে।