ভারতীয় অধিনায়কদের যে রেকর্ডের মালিক কেবল বুমরাহ

বুমরাহ
Vinkmag ad

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই জাসপ্রীত বুমরাহর বাজিমাত। প্রত্যাবর্তনের ম্যাচে শুরুর ওভারেই বল হাতে আগুন ঝরিয়ে নতুন রেকর্ডের মালিক বনে গেলেন। প্রথম ভারতীয় হিসেবে অধিনায়কত্বের অভিষেকেই প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন বুমরাহ। বৃষ্টি আইনে তার দল ২ রানের জয়ে এগিয়ে যায় সিরিজে।

প্রায় ১১ মাস পরে ভারতীয় দলের জার্সিতে দেখা গেছে জাসপ্রীত বুমরাহকে। চোট সারিয়ে নিজেকে প্রমাণ করলেন শুরুর ম্যাচেই। আয়ারল্যান্ড সিরিজের অধিনায়ক বুমরাহ বড় দায়িত্বের সাথে নিজের পারফরম্যান্সেও দিয়েছেন কড়া নজর। কামব্যাক ম্যাচে ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় ঝুলিতে নেন দুই উইকেট।

বল হাতে দ্বিতীয় বলেই স্টাম্প উড়িয়ে উইকেট পান। প্রথম বলটাতে যদিও তাকে বালবার্নির কাছে বাউন্ডারি হজম হয়েছিল। এই ওভারে তিনি আরও একটি উইকেট পান, এবার বিদায় করলেন লরকান টাকারকে। প্রথম ওভারে ২ উইকেট তোলে ভারত। বুমরাহ এরপর আর উইকেট না পেলেও করেছেন নিয়ন্ত্রিত বোলিং।

এদিন বুমরাহ আরও একটি রেকর্ডে নাম লেখালেন, টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দেওয়া প্রথম বিশেষজ্ঞ বোলার। এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের হয়ে অধিনায়ক হিসেবে টস করতে নামার সময়েই গড়ে ফেলেছেন এই নয়া কীর্তি। গত বছরের জুলাইয়ে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা অনুপস্থিত থাকায় ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করার সুযোগ পান বুমরাহ।

চোটের আগে তিন ফরম্যাটেই পারফরম্যান্সের দিক থেকে শীর্ষে ছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শেষবার টিম ইন্ডিয়ার জার্সিতে বুমরাহকে দেখা  গিয়েছিল। পিঠের চোট সারিয়ে ওয়ানডে বিশ্বকাপের আগেই ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে তার।

৯৭ ডেস্ক

Read Previous

শ্রীলঙ্কায় আফগানিস্তান-পাকিস্তান সিরিজ দেখা যাবে বিনামূল্যে

Read Next

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে ২ রানে হারাল ভারত

Total
0
Share