

সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার মনে করেন, ভারতীয় ব্যাটার ভিরাট কোহলির সাদা বলের ক্রিকেট থেকে অবসরে যাওয়া উচিত, তা বিশ্বকাপের পরে। এরপর মনোযোগ দেওয়া উচিত লাল বলের ক্রিকেটে। পাশাপাশি লক্ষ্য হওয়া উচিত, আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ১০০ টি শতকের দিকে। যাতে কোহলি নিজেও এমন কিছু করতে পারেন। শুক্রবার (১৮ আগস্ট) কোহলির ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের দিন শোয়েব এসব কথা বলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের সর্বমোট শতকের সংখ্যা ১০০ টি। বর্তমানে কোহলির শতক ৭৬ টি। ১০০ শতক করতে আরো ২৪ টি শতকের প্রয়োজন কোহলির। শোয়েব আখতার আজ ওয়ার্ল্ড কাপ স্পেশালের একটি শো’তে মন্তব্য করেছেন, কোহলির সাদা বলের ক্রিকেট থেকে বেরিয়ে আসা উচিত। আখতার আরো মনে করেন, কোহলি আরো ৬ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবে।
“কোহলির উচিত টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়া। এবং শচীন টেন্ডুলকারের ১০০ শতকের রেকর্ডের মতো কিছু করা। আমার মনেহয়, তাঁর (কোহলি) আরো ৬ বছর খেলা উচিত। কোহলির মধ্যে রেকর্ড ভাঙার ক্ষমতা আছে। তাঁর টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত এই বিশ্বকাপের পর।“
শোয়েব আখতার গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা স্মরণ করেন। পাকিস্তানের বিপক্ষে কোহলি ম্যাচ জেতানো ৮২ রানের ইনিংস খেলেন। ছিলেন অপরাজিত। সেসময় কোহলির ফর্ম নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। বিভিন্ন জায়গায় তাঁর রান না পাওয়া নিয়ে কথাবার্তা চলছিল। এমন সময় পাকিস্তানের বিপক্ষে এমন এক ইনিংস খেলে বসেন এই ব্যাটসম্যান।
“সেই ম্যাচ একেবারেই কোহলিকে নিয়ে ছিল। ক্রিকেট ঈশ্বর চেয়েছিল তাঁর জন্য এটা করতে। সে তাঁর সেরা ফর্মে ছিল না এবং নানারকম সমালোচনার শিকার হচ্ছিল ভারতের লোকদের থেকেই। মিডিয়াও তাঁর পিছনে ছিল। এটা ঈশ্বরের বলা ছিল, এটা তোমার মঞ্চ, আস, এবং আবারো রাজা হয়ে যাও। যখন সে হারিস রউফকে দুইটি ছয় মেরে বসল, সেই ম্যাচ তখনই তাঁকে তাঁর রাজ্য ফিরিয়ে দিয়েছে।“- বলেন শোয়েব আখতার
আজ (১৮ আগস্ট) কোহলি তাঁর ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার পূর্ণ করল। ২০০৮ সালের এই দিনে শ্রীলঙ্কার বিপক্ষে এই ভারতীয় ব্যাটারের অভিষেক ঘটেছিল। বীর দর্পে ক্রিকেট মাঠে শাসন করে চলেছেন এখনো। শোয়েব আখতার তো মনে করছেন, আরো ৬ বছর এই মাঠ শাসন করার ক্ষমতা রাখেন কোহলি।