

এশিয়া কাপ ২০২৩ শুরুর পরদিন শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ। ক্যান্ডিতে এই হাই–ভোল্টেজ লড়াইয়ের টিকিট সম্পূর্ণ বিক্রি হয়েগেছে। তবে এখনও ভারত-পাকিস্তান ম্যাচের পর্যাপ্ত টিকিট আছে অনলাইনে।
বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে শ্রীলঙ্কা দিয়ে। ম্যাচটি ৩১শে আগস্ট পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতহবে। যার ধারণক্ষমতা ৩৫ হাজার।
টিকিট প্রকাশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। সর্বোচ্চ ৩৫ মার্কিন ডলার মূল্যের ছিল গ্র্যান্ড স্ট্যান্ড। এছাড়া ২০ ও ৫ডলারের টিকিটও ছিল পাল্লেকেলেতে।
৬ দল দুই গ্রুপে ভাগ হয়ে এবারের এশিয়া কাপের আসর হচ্ছে। গ্রুপ–এ এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল এবং গ্রুপ–বি এরমধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আগামী ৩০ তারিখ মুলতানে পাকিস্তান–নেপাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবেএশিয়া কাপের।
Tags: এশিয়া কাপ বাংলাদেশ-শ্রীলঙ্কা