১৫ বছর পেরিয়ে কোহলি, ‘চিরকাল কৃতজ্ঞ’

কোহলির আরও এক সেঞ্চুরির দিন ম্লান শানাকা বীরত্ব
Vinkmag ad

আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে যার কেটে গেছে ১৫টা বছর। একাধিক বাধা পেরিয়ে ভিরাট কোহলি এখন ভারতীয় ক্রিকেটের অন্যতমতারকা। ২০০৮ সালের আজকের দিনে ডামবুল্লাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অভিষেক হয় কোহলির।

অভিষেক ম্যাচে কোহলি গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করতে নামেন মাঠে। তবে শুরুটা রাঙাতে পারেননি কোহলি। ওপেনার কোহলিসেদিন ১২ রান করেন মাত্র। ম্যাচেও বড় ব্যবধানে হার দেখে ভারত। তরুণ ভিরাট এখন দলের অন্যতম স্তম্ভ। এক সময়ে তিন ফর্ম্যাটেনেতৃত্বও দিয়েছেন কোহলি। দলের জয়ের সাথে একেরপর এক রেকর্ড গড়েছেন। নিজেকে নিয়ে পৌঁছান ঐতিহাসিক এক চূড়ায়।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১৫ বছর পূর্ণ করে কোহলির ধন্যবাদ, স্রষ্টার কাছে। টুইটারের পোস্টে উপরে তাকিয়ে থাকা এক ছবি দিয়েক্যাপশনে লিখলেন,

চিরকাল কৃতজ্ঞ।

ভারতের জার্সি গায়ে এখন পর্যন্ত কোহলি ১১১ টেস্ট খেলেছেন। রান করেছেন ৮৬৭৬। ২৯ টি শতরান রয়েছে টেস্টে। ওডিআইতেকোহলির রেকর্ড আরও ভালো। ২৭৫ ম্যাচে তিনি ১২ হাজার ৮৯৮ রান করেছেন। শতরানের সংখ্যা ৪৬ টি।

৯৭ ডেস্ক

Read Previous

আঙুলের চোটে সার্জারি লাগছে হাসান আলির

Read Next

লোকেশ রাহুল ফিরছেন ভারতীয় স্কোয়াডে

Total
0
Share