

পাকিস্তানি ফাস্ট বোলার হাসান আলি আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন। যার জন্য তাঁকে যেতে হবে সার্জারির মধ্যে দিয়ে। গতকাল (বৃহস্পতিবার) লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে হাসান তাঁর নিজ টুইটার একাউন্টে পোস্ট করে তাঁর আঙ্গুলের ইনজুরির বিষয়টি ও অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরা’র হয়ে প্রতিনিধিত্ব করছেন হাসান আলি। গতকাল ছিল দলের প্লে-অফ ম্যাচ, প্রতিপক্ষ গল টাইটান্স। ডাম্বুলা অবশ্য ম্যাচটি জিতেছে। হাসানও ভালো পারফর্ম করেছেন। ৩ ওভারে স্পেলে ২৮ রান দিয়ে ১ টি উইকেট তুলেছেন।
তবে বিপত্তি বাঁধে ম্যাচ শেষ হওয়ার পর। নিজের আঙ্গুলে ইনজুরির কথা টুইটার একাউন্টে পোস্ট করেন হাসান। তিনি লেখেন, তাঁকে ম্যাচ শেষে যেতে হয়েছে অস্ত্রোপচারের মধ্যে দিয়েও।
“দুঃখ নিয়ে জানাচ্ছি যে, গতকাল আমাদের কোয়ালিফায়ারের সময় আমি আঙুলে চোট পেয়েছিলাম এবং এর জন্য একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছিল। ব্যক্তিগতভাবে আমার জন্য একটি দুর্দান্ত টুর্নামেন্টের একটি দুর্ভাগ্যজনক সমাপ্তি। যদিও ইতিবাচক দিকগুলি দেখতে চাই এবং আমার যত্ন নেওয়ার জন্য আমার টিম ম্যানেজমেন্ট এবং মেডিকেল কর্মীদের ধন্যবাদ জানাতে চাই। আমাকে সমর্থন করার জন্য সমস্ত ভক্তদের অনেক ধন্যবাদ এবং এখন আমার পুনর্বাসনের জন্য সকলকে প্রার্থনা করার জন্য অনুরোধ করব।” – হাসানের টুইট
এরমধ্যে দিয়ে হাসান আলির এবারের এলপিএল টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটল। এবারের আসরে ৫ ম্যাচ খেলে ৮ টি উইকেট শিকার করেছিলেন এই বোলার। তাঁর দল ডাম্বুলা অরা গল টাইটান্স’কে হারিয়ে এখন ফাইনাল খেলার অপেক্ষায় রয়েছে।