২২ গজে ৫১০ কিলোমিটারের বেশি দৌড়ালেন কোহলি

ভিরাট কোহলি
Vinkmag ad

ভিরাট কোহলি তাঁর ক্রিকেট ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ করলেন। ১৫ বছর আগে আগস্টের ১৮ তারিখ আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন এই ভারতীয় ব্যাটার। শ্রীলঙ্কার সাথে ওয়ানডে অভিষেক হয়েছিল কোহলির। এখন পর্যন্ত খেলেছেন ৫০০ এর বেশি আন্তর্জাতিক ম্যাচ।

কোহলির এই বর্ণাঢ্য ১৫ বছরের ক্যারিয়ারে বেশ কিছু বিরল রেকর্ড রয়েছে। ক্রিকেট-ভিত্তিক গণমাধ্যম ‘ক্রিকইনফো’ থেকে জানা যায়, কোহলি বাউন্ডারি বা ওভার বাউন্ডারি ছাড়া উইকেটের দুই প্রান্তে রান নেওয়ার জন্য দৌড়েছেন ৫০০ কিলোমিটারের বেশি। কোহলি নিজের রানের জন্য দৌড়েছেন ২৭৭ কি.মি, এছাড়াও তার সতীর্থ খেলোয়াড়ের জন্য ২৩৩ কি.মি দৌড় দিয়েছেন এই ব্যাটার। আরো কতদিন এই ক্রিজে দৌড়ে যাবেন কোহলি, তা সময়ের হাতে। ১৫ বছরে এই তাঁর দৌড়ের পরিসংখ্যান।

কোহলি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৩ টি ভেন্যুতে খেলেছেন। এরমধ্যে ৪৬ টি ভেন্যুতে তিনি শতক হাঁকিয়েছেন। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড ওভাল কোহলির ৭৬ টি শতকের মধ্যে ৫ টি শতকের সাক্ষী। কোহলির চেয়ে বেশি ভেন্যুতে শতক হাঁকিয়েছেন একজন, তিনি শচীন টেন্ডুলকার; ৫৩ টি ভেন্যুতে।

কোহলি নিজের প্রথম বিশ্বকাপের শুরু করেছিলেন রঙিনভাবে। ২০১১ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান তিনি। এরপর নিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ফিফটি হাঁকান।

কোহলি যে ৯ টি দেশে ওয়ানডে খেলেছেন, সেখানেই সেঞ্চুরি পেয়েছেন। টেস্টে ৮ টি দেশের মধ্যে ৭ টিতে সেঞ্চুরি পেয়েছেন, শুধু বাংলাদেশে এসে সেঞ্চুরি করতে পারেননি। তিনি হোমে খেলা ৬ টি দেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সেঞ্চুরি করেছেন। তারা হচ্ছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। কোহলির চেয়ে বেশি, ৭ টি স্বাগতিক দেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সেঞ্চুরি করেছেন শুধু দুইজন ব্যাটার। তাঁরা হচ্ছেন, শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারা।

২০১৮ সাল। ফেব্রুয়ারী থেকে অক্টোবরের মধ্যে কোহলি খেলেছিলেন মাত্র ১০ টি ওডিআই ইনিংস। সেখানে প্রায় ৯৯৫ রান করেন এই ব্যাটার। প্রায় ১ হাজার রান। এই ১০ ম্যাচে ৫ টি শতক ও ৩ ফিফটিতে গড় ছিল ১৪২.১৪ করে। ওয়ানডেতে কোনো ব্যাটারের সেরা ১০ ইনিংস ছিল এটি।

এবছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৬ রানে নট আউট ছিলেন কোহলি। সেই ম্যাচে ৫০ ওভার খেলে ৩৯০ করে ভারত। শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ৭৩ রানে অল আউট হয়ে যায়। ফলে ভারত ম্যাচটি জিতে নেয় ৩১৭ রানে। ওয়ানডে ক্রিকেট সর্বোচ্চ ব্যবধানের জয়।

কোহলির ব্যক্তিগত স্কোরের সাথে লঙ্কানদের রানের ব্যবধান ছিল ৯৩ রানের। এটা ছিল কোনো ব্যাটারের সাথে বিপক্ষ দলের স্কোরের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ব্যবধান হয়েছিল ২০০০ সালে। সেটাও শ্রীলঙ্কা-ভারত ম্যাচের দিন। সেদিন সনাৎ জয়াসুরিয়া ১৮৯ রান করেন, ভারত অল আউট জয় ৫৪ রানে। জয়াসুরিয়ার সাথে ব্যবধান দাঁড়ায় ১৩৫ রানের।

কোহলি ২০১৩ সালে ৫২ বলে শতক হাঁকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম শতক। ব্যাট করতে নেমেছিলেন ২৭ ওভার চলাকালীন। একই সিরিজে ৬১ বলে নাগপুরে শতক হাঁকান কোহলি। ভারতের হয়ে তৃতীয় দ্রুততম শতক সেটি। সেদিন ব্যাট করতে নেমেছিলেন ৩০ তম ওভারে।

রান তাড়া করতে গিয়ে ২৫ তম ওভারের পরে নেমে একের অধিক শতক করার রেকর্ড শুধু কোহলির রয়েছে। রান তাড়ায় ২৫ ওভারের পর একটি করে শতক করার রেকর্ড আছে চারজনের; কেভিন পিটারসেন, আব্দুল রাজ্জাক, জ্যাকব ওরাম ও জস বাটলার।

৪ ম্যাচ বা তার বেশি ম্যাচের সিরিজে ৩ বার ৫-০ তে সিরিজ জেতার রেকর্ড আছে অধিনায়ক কোহলির। প্রথমটি ছিল ২০১৪ সালে, কোহলির অধিনায়কত্বে জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০ তে জয় পায় ভারত। মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে, কোহলির নেতৃত্বে ২০১৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৫-০ তে হারায় ভারত। এরপর শ্রীলঙ্কার মাটিতে ২০১৭ সালে ৫-০ তে সিরিজ জিতে নেয় ভারতীয় দল। সেটাও কোহলি অধিনায়ক থাকা অবস্থায়। এমন রেকর্ড নেই আর কোনো অধিনায়কের।

বড় জুটির ক্ষেত্রে কোহলি অনন্য। এ পর্যন্ত ১৩ টি ২০০+ জুটির সাক্ষী কোহলি। এরমধ্যে ৫ টিতে কোহলির সাথে ছিলেন রোহিত শর্মা। বাকি ৮ টি ডাবল সেঞ্চুরির জুটিতে আরো ৬ জন সতীর্থ ছিল কোহলির সাথে।

ওয়ানডেতে ৩০০+ রান তাড়ার ক্ষেত্রে কোহলি ৯ টি শতক হাঁকিয়েছেন। এরচেয়ে কমে জেসন রয়ের আছে ৫ টি শতক।

অনন্য কোহলি ছুটছেন এখনো। মাঝে ফর্মে কিছুটা ভাঁটা পড়েছিল। তবে তা কাটিয়ে উঠেছেন। আবার ব্যাটে রান পাচ্ছেন, উইকেটে দৌড়াচ্ছেন পুরোদমে। নিজের ফিটনেস ধরে রেখে খেলাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। ১৫ বছর শেষ। আরো কতদূর যাবেন কোহলি? তাই দেখার অপেক্ষা।

৯৭ ডেস্ক

Read Previous

প্রোটিয়া সফর থেকে ছিটকে গেলেন স্মিথ

Read Next

আঙুলের চোটে সার্জারি লাগছে হাসান আলির

Total
0
Share