১ ঘন্টার মাথায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের বেশিরভাগ টিকিট

ভারতকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল পাকিস্তান
Vinkmag ad

এশিয়া কাপ ২০২৩ এ সেপ্টেম্বরের ২ তারিখ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সবচেয়ে আকর্ষণীয় ও আকাঙ্ক্ষিত ম্যাচ হিসেবে গণ্য হয় ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই। এশিয়া কাপে দুই দল একই গ্রুপে। গ্রুপের অন্য দলটি নেপাল। ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ৷ বৃহস্পতিবার সেই ম্যাচের টিকিট প্রকাশ পাওয়ার ১ ঘন্টার মাথায় বেশিরভাগ টিকিট শেষ হয়ে যায়।

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের সর্বোচ্চ মূল্য ৩০০ মার্কিন ডলার, যা ভিভিআইপি হিসেবে বিক্রি হচ্ছে। সর্বনিম্ন মূল্য ৩০ মার্কিন ডলার, যা গ্রাস ইমব্যানকমেন্ট বা স্ট্যান্ডিং টিকিট। এছাড়াও আছে ভিআইপি টিকিট যার মূল্য ১২৫ মার্কিন ডলার।

এসব মূল্য ম্যাচের চাহিদা অনুযায়ী নির্ধারিত হয়েছে। উপরোক্ত ৩ ধরনের টিকিট ছাড়াও, হসপিটালিটি সিট ৫০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ২২ সিটের ‘স্পেশাল বক্স’, যার মূল্য নির্ধারিত আছে ২০ হাজার মার্কিন ডলার।

ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে আগ্রহী দর্শকের অভাব নেই। এবারের এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে; যদিও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতের আপত্তিতে, এবারের আসর পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশে অনুষ্ঠিত হচ্ছে।

৬ দল দুই গ্রুপে ভাগ হয়ে এবারের এশিয়া কাপের আসর হচ্ছে। গ্রুপ-এ এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল এবং গ্রুপ-বি এর মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আগামী ৩০ তারিখ মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। এবারের আসরটি শেষ হবে আগস্টের ১৭ তারিখ।

৯৭ ডেস্ক

Read Previous

সাকিবের দারুণ চেষ্টার পরও জিততে পারেনি গল

Read Next

ইউএস টি-টেনে নাসির, ফরহাদ রেজারা রাতে মাঠে নামছে

Total
0
Share