সিকান্দার রাজার সাফল্য দেখে নাম ‘রাজা’ রাখতে চান জিম্বাবুয়ান কিশোর

আইপিএলে সিকান্দার রাজা, পেছনে ১৬ মিলিয়ন জিম্বাবুইয়ান
Vinkmag ad

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে সিকান্দার রাজা এখন ওয়েস্ট ইন্ডিজে। নিজের সামর্থ্যের প্রমাণ রাজা ক্রিকেটের বিভিন্ন জায়গায় দিয়েছেন। এবারের সিপিএল-এ সেন্ট লুসিয়া কিংসের হয়ে খেলছেন তিনি। সাংবাদিক অ্যাডাম থিও- এর এক টুইটের রিপ্লাইতে একজন কমেন্ট করেছেন, তাঁর ছেলে নিজের নাম বদলে রাজা রাখতে চায়। বিষয়টি নজর কেড়েছে অনেকের।

অলরাউন্ডার সিকান্দার রাজা৷ নিজের দেশ জিম্বাবুয়ে ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন লিগে এখন খেলে বেড়ান তিনি। তাঁর নিজের খেলোয়াড়ি প্রতিভা দ্বারা প্রভাবিত করছেন অনেককেই। সাংবাদিক অ্যাডাম থিও এক টুইট করেছিলেন। যেখানে তিনি রাজা’র সেন্ট লুসিয়া কিংস দলে যোগ দেওয়ার খবর জানান। সেখানে একজন রিপ্লাই করেছেন।

যা ছিল এমন,

“আমার ছেলে তাঁর দ্বিতীয় নাম বদলে রাজা রাখতে চায়, কারণ খেলার মাঠে সে যাতে তা করতে পারে। আমরা সৌভাগ্যবান এমন একজন প্রতিভাবান ক্রীড়াবিদ পেয়ে, যিনি তরুণ প্রজন্মকে দেখাচ্ছেন, যেকোনো কিছু সম্ভব।”

অর্থাৎ যিনি রিপ্লাই করেছেন, সেই ভদ্রমহিলা একজন মা। তাঁর সন্তান নিজের দ্বিতীয় নাম বদলে রাজা রাখতে চায়, কারণ সে যাতে সিকান্দার রাজা’র মতো মাঠে খেলতে পারে। প্রভাবটা খুব স্পষ্ট। ভদ্রমহিলা জিম্বাবুয়ের হারারে’র অধিবাসী বলে, তাঁর টুইটার একাউন্ট থেকে জানা যায়।

সিকান্দার রাজা এখন আছেন দারুণ ফর্মে। নিজ দেশের হয়ে পারফর্ম করে যাচ্ছেন সমানতালে। সেই ধারাবাহিকতার ফল মিলছে বিভিন্ন লিগে ডাক পেয়ে। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচগুলোতে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন।

সিপিএলের প্রথম ম্যাচেই রাজার দল সেন্ট লুসিয়া কিংস মুখোমুখি হয়েছিল জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে। ম্যাচটি অবশ্য সেন্ট লুসিয়া হেরেছে। ব্যাটে বলে সিকান্দার রাজা আশানুরূপ কিছু করতে পারেননি। সেন্ট লুসিয়া কিংসে আরেক জিম্বাবুইয়ান খেলোয়াড় শন উইলিয়ামসও খেলছেন।

৯৭ ডেস্ক

Read Previous

সাদা বলের ক্রিকেট ও বিশ্বকাপ নিয়ে অশ্বিনের ভাবনা

Read Next

সাকিবের দারুণ চেষ্টার পরও জিততে পারেনি গল

Total
0
Share