

রবিচন্দ্রন অশ্বিন; ভারতের লাল বলের ক্রিকেটে নিয়মিত মুখ। সাদা বলের ক্রিকেটে অশ্বিনকে দেখা যায় না বললেই চলে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য তাঁর পারফরম্যান্স দেখেছে দল। এবছর শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। সেখানে ভারতীয় এই অভিজ্ঞ স্পিনারকে নির্বাচকরা বিবেচনায় রেখেছে, সেরকম মনেহয় না। ওয়ানডে সংস্করণ ও বিশ্বকাপ দলের ভিত্তিতে করা প্রশ্নে অশ্বিন নিজের বিষয়ে কথা বলেছেন।
ওয়ানডে বিশ্বকাপের দলে বিবেচনা না করায় অশ্বিনের ভেতরে কোনো প্রভাব পড়ছে কি না, সেসব নিয়ে তিনি ভাবেন কি না, এসবের উত্তর দিয়েছেন ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’কে।
“আমি সেরকম ভাবছি না। কারণ দল নির্বাচনের বিষয়টি আমার হাতে নেই।”
“আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি, আমি এমনকিছু নিয়ে ভাবব না, যা আমার হাতে নেই। সত্যিকার অর্থে, আমি জীবনের ও ক্রিকেটের একটা ভালো পর্যায়ে আছি। এবং আমি চেষ্টা করি আমার চিন্তার জায়গা থেকে নেতিবাচকতা সরিয়ে রাখতে।”
ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন অশ্বিন। তিনি সাধারণত নিজের কাজগুলো শেষ না করে রাখেননা। ভারতীয় এই ক্রিকেটার মনে করেন, তিনি দলের অংশ না থাকলেও, ভারতের বিশ্বকাপ জেতার ব্যাপারে অশ্বিন আশাবাদী।
“আমি প্রতিদিন বাঁচি এবং আমার কোনো অসমাপ্ত কাজ নেই। কিন্তু এটা সত্য যে, আমি ভারতকে আবারো বিশ্বকাপ জিততে দেখতে চাইব, আমি যদি নাও খেলি।”
এর আগে ৩৬ বছর বয়সী এই স্পিনার তাঁর অবসরে যাওয়ার ব্যাপারে কথা তুলেছিলেন। সেসব নিয়েও প্রশ্ন আসে। তিনি তখন বলেন, ইনজুরির কারণে তিনি অবসরের ব্যাপারে ভেবেছেন, এমনটি নয়। ইনজুরির ব্যাপারটা ছিল। তবে নিজের ক্যারিয়ারের অনিশ্চয়তার বিষয়টিও বোধ করেছিলেন তিনি। সেটা ছিল একরকম চিন্তা। তবে এখন অশ্বিন ব্যাট ও বল- দুই জায়গাতেই উন্নতি করছেন। নিজের ব্যাপারে তাই বেশ আশাবাদী এখন এই স্পিনার।