

নিউজিল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরের সূচি প্রকাশ বিসিবি। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌঁছাবে কিউই দল। সিরিজ শুরু ২১ তারিখ, মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।
সেপ্টেম্বরে মিরপুর হোম অব ক্রিকেটে ওয়ানডে সিরিজ খেলে আবার নভেম্বরে নিউজিল্যান্ড দল আসবে বাংলাদেশে। তখন খেলবে ২ ম্যাচের টেস্ট সিরিজ।
তিনটি ওয়ানডে যথাক্রমে ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর শের–ই–বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবারাত্রির, শুরু হবে বেলা ২টা থেকে।
সিরিজ শেষ করার পর, দুই দলই বিশ্বকাপের জন্য ভারতে উড়ে যাবে বলে আশা করা হচ্ছে। বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ড দল ২১ নভেম্বর আবার বাংলাদেশে ফিরবে। দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে ২৮ নভেম্বর নামবে সাদা পোশাকের মূল লড়াইয়ে।
বাংলাদেশ–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ:
১ম ওয়ানডে– ২১ সেপ্টেম্বর, মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বেলা ২টা
২য় ওয়ানডে– ২৩ সেপ্টেম্বর, মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বেলা ২টা
৩য় ওয়ানডে– ২৬ সেপ্টেম্বর, মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বেলা ২টা
Tags: বাংলাদেশ-নিউজিল্যান্ড বিসিবি